পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> @ 8 দাস্তুদের গাত। [১০৮ গীত । ১০৮ গীত । পরমেশ্বরের প্রশংসা ও র্তাহার প্রত্যাশা করণ। দায়ুদের কৃত গানার্থক ধর্মগীত। o হ ঈশ্বর, অামার মন সৃস্থির আছে, আমি গীত গাইব ও মনের সহিত প্রশ৭সা করিব। হে নেবল যন্ত্র ও ২ বীণে, জাগ্রৎ হও, আমিও অরুণের পূৰ্ব্বে জাগ্রাৎ হইব । হে পরমেশ্বর, আমি লোকদের মধ্যে তোমার ৩ প্রশ৭সা করিব, ও দেশীয়দের মধ্যে তোমার নাম গান করিব । কেননা তোমার দয়ণ অণকাশ অপেক্ষ উচ্চ, ৪ ও তোমার সত্যতা মেঘ পৰ্য্যন্ত ব্যাপ্ত অাছে। হে ৫ ঈশ্বর, স্বর্গে তোমার উন্নতি ও তাবৎ ভূমণ্ডলে তোমার মহিমা প্রকাশিত হউক। তোমার প্রিয় লোকেরা ও যেন উদ্ধার পায়, এই জন্যে নিজ দক্ষিণ হস্তদ্বারা আমাকে ত্রাণ করিয়া উত্তর দেও ! ঈশ্বর অাপন ৭ পবিত্রতাতে কথা কহিলেন, অতএব আমি আনন্দিত হইব ; আমি শিথিম দেশ বিভাগ করিব, ও সূক্কোতের নিম্ন ভূমি মাপ করিব । গিলিয়দ দেশ অামার, ও ৮ মিনশি অামার, এব° ইফুয়িম আমার মস্তকের বলস্বরূপ, ও যিহুদী অামার ব্যবস্থাপক। মোয়াব আমার ৯ প্রক্ষালনপাত্রস্বরূপ ; আমি ইদোমের উপরে পাদুক নিক্ষেপ করিব, এব০ পিলেষ্টীয় দেশকে জয় করিব । দুৰ্গম নগরে আমাকে কে লইয়া যাইবে ? এবণ ১০ ইদোমে বা অামাকে কে প্রবেশ করাইবে ? হে ঈশ্বর, ১১ অামাদিগকে ত্যাগ করিয়াছ যে তুমি, তুমি কি তাহ করিব না ? হে ঈশ্বর, তুমি কি আমাদের সৈন্যের সঙ্গে গমন করিব না ? ক্লেশে আমাদের উপকার কর ; ১২ মনুষ্যহইতে যে উপকার, সে নিস্কুল। ঈশ্বরের দ্বারা ১৩ 154