পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০১ গীত ।] দায়ুদের গীত। > G. G. আমরা বীরের কৰ্ম্ম করিতে পারিব ; তিনি অামাদের শত্ৰুদিগকে পদতলস্থ করবেন। ১০১ গীত । দুষ্ট শত্ৰুদের বিরুদ্ধে দায়ুদের প্রার্থনা, ২১ ও পরমেশ্বরেতে আশ্রয়। প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের ধর্মগীত। ১ হে আমার প্রশ৭সমীয় ঈশ্বর, তুমি নীরব হইয়া ২ থাকিও না। কেননা দুষ্টগণ ও প্রবঞ্চকেরা অামার বিরুদ্ধে মুখ ব্যাদান করিয়া মিথ্যাবাদি জিহ্লাদ্বারা ৩ অামার সহিত কথা কহিতেছে ; এবং ঘূণাবাক্যেতে | অামাকে ঘেরিয়া অকারণে আমার সহিত যুদ্ধ করি৪ তেছে ; এব০ অামার প্রেমের পরিবর্তে আমার প্রতি বিপক্ষতা করিতেছে, কিন্তু আমি প্রার্থনা করিতেছি। ৫ তাহারা আমার কৃত উপকারের পরিবর্তে অপকার ও প্রেমের পরিবর্তে ঘৃণা করে। শু তুমি সেই ব্যক্তির উপরে দুষ্ট লোককে নিযুক্ত কর, ৭ ও শয়তান তাহার দক্ষিণদিগে থাকুক। এবণ বিচারসময়ে সে দোষীকৃত হউক, ও তাহার প্রার্থনা পাপ৮ রূপে গণিত হউক। এব^ তাহার দিন অল্প হউক, ও ১ অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষ পদ প্রাপ্ত হউক। এব°N তাহার পুত্ৰগণ পিতৃহীন ও তাহার স্ত্রী বিধবা হউক ১০ তাহার সন্তানগণ ভূমণ করিয়া নিত্য ২ ভিক্ষণ করুক, ও আপনাদের উচ্ছিন্ন বাসস্থানে খাদ্য অন্বেষণ ১ ১ করুক। মহাজন তাহার সর্ব্বস্ব গ্রহণ করুক, এবPA অপরিচিত লোকেরা তাহার পরিশ্রমের ফল অপহরণ ১২ করুক। তাহার প্রতি কেহ দয়া না করুক, ও তাহার ১৩ অনাথ সন্তানদিগের প্রতি কেহ কৃপা ন করুক। এবণ 155