পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> @ 。 দায়দের গীত । [১০১ গীত । o, তাহার অপেক্ষিত উচ্ছিন্ন হউক, ও ভাবিপুরুষের সময়ে তাহাদের নাম লুপ্ত হউক। তাহার পিতৃলো- ১৪ কদের অপরাধ পরমেশ্বরের স্মরণে থাকুক, ও তাহার মাতার পাপ লুপ্ত না হউক। তাহা সৰ্ব্বদা পরমেশ্বরের ১৫ চক্ষুগোচরে থাকুক, ও তাহদের স্মরণ পৃথিবীহইতে উৎপাটিত হউক। কেননা সে দয়া করিতে মনে করিত ১৬ না, কিন্তু দুঃথি দরিদ্রের প্রতি দৌরাত্ম্য করিত, ও ভগ্নান্তঃকরণের বধে উদ্যত হইত। সে যে অভিশাপ ভাল ১৭ বাসিত, তাহ তাহার প্রতি ঘটিল, এবণ যে আশীবাদে অসন্তুষ্ট ছিল, তাহা তাহাহইতে দূর হইল। সে যে অভিশাপকে বস্ত্রের ন্যায় পরিধান করিত, তাহ ১৮ তাহার অন্তরে জলের ন্যায় ও অস্থিতে তৈলের ন্যায় প্রবিষ্ট হইল। এব^ তাহার পরিধেয় বস্ত্রের ন্যায় ও ১৯ নিত্য কটিবদ্ধ পটুকার ন্যায় হইল। আমার বৈরিগণ ২ ও আমার প্রাণহি৭সা করিতে কুমন্ত্রণকারিরা পরমেশ্বরহইতে ঐ ফল পায়। হে প্রভো পরমেশ্বর, তুমি নিজ নামের গুণে আমার ২১ সহিত ব্যবহার কর ; তোমার অনুগ্রহ উত্তম, আমাকে উদ্ধার কর। আমি দুঃখী ও দরিদ্র, অামার অন্তরস্থ ২২ হৃদয় বিদ্ধ হইতেছে। অামি অপরাহ্নের ছায়ার ন্যায় ২৩ ৷ স্বীণ, ও পঙ্গপালের ন্যায় চালিত হইতেছি। উপবা- ২৪ সদ্বারা আমার হাটু দুৰ্ব্বল ও তৈলের অভাবে আমার মাৎস বিকৃত হইতেছে। এবং আমি লোকদের কাছে ২৫ নিন্দাল্পদ হইতেছি, তাহার। আমাকে দেখিয়া মস্তক চালনা করে। অতএব, হে অামার প্রভো পরমেশ্বর, ২৬ আমার উপকার কর, নিজ কৃপাতে আমাকে পরিত্রাণ কর। তাহাতে ইহা তোমার হস্তের কৰ্ম্ম, ও তুমি পর- ২৭ মেশ্বর এই সকল করিয়াছ, ইহা তাহারণ জ্ঞাত 156