পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১০ গীত।] দায়দের গীত । C ২৮ হইবে। তাহারা শাপ দিলে তুমি আশীৰ্ব্বাদ করিও ; তাহারা উঠিলে লজ্জিত হউক, কিন্তু তোমার সেবক ২৯ আনন্দিত হউক। আমার বৈরিগণ লজ্জারূপ বস্ত্রেতে বস্ত্রান্বিত, ও উত্তরীয় বস্ত্রের ন্যায় আপনাদের ৩০ লজ্জাতে আচ্ছাদিত হউক। আমি মুখেতে পরমেস্বরের অনেক প্রশ°Nসা করিব, ও লোকারণ্যের মধ্যে ৩১ তাহার ধন্যবাদ করিব । কারণ তিনি দরিদ্রের দক্ষিণে দণ্ডায়মান হইয়া প্রাণদণ্ডকারিহইতে তাহাকে উদ্ধার করেন। ১১০ গীত । খ্রীষ্টের রাজ্য ও যাজকত্ব ও জয়ের বিষয়ে ভবিষ্যদ্বাক্য। দায়ুদের ধর্মগীত। পরমেশ্বর আমার প্রভুকে কহিলেন, আমি যাবৎ তোমার শত্ৰুগণকে তোমার পাদপীঠ না করি, তাবৎ ২ তুমি আমার দক্ষিণে বৈস। পরমেশ্বর সিয়েশন হইতে তোমার পরাক্রমের দণ্ড প্রেরণ করলেন, তুমি শত্ৰু৩ গণের মধ্যে রাজত্ব করিও । তোমার জয়ের দিনে তোমার প্রজাগণ স্বেচ্ছাদত্ত উপহারস্বরূপ হইবে ; তাহারণ পবিত্র শোভাযুক্ত হইয়া অরুণজাত ( শিশির অপেক্ষ সুন্দর) হইবে ; তোমার যুবসমূহ তোমার ৪ শিশিরস্বরূপ। “ তুমি মলকীষেদকের মতানুসারে নিত্য যাজক হইবণ, পরমেশ্বর এই শপথ করিলেন, ও ৫ তাহার অন্যথা করিবেন না। র্তাহার দক্ষিণে স্থিত প্রভু আপন ক্রোধের দিনে রাজগণকে চূর্ণ করিও বেন। এবণ ভিন্নজাতীয়দের বিচার করিয়া শবেতে দেশ পরিপূর্ণ করবেন, ও প্রশস্ত রণস্থলে (শত্ৰুদের ) মস্তক চূর্ণ করবেন। এব^ পথের মধ্যে নদীর в. т. S.) о 157