পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৩ গীত ।] দায়ূদের গীত। * @ NY ২ পৃথিবীতে তাহার বণশ মান্য হয় ; সাধু লোকের সন্তা৩ নেরা আশীৰ্ব্বাদ প্রাপ্ত হয়। তাহার গৃহে ধন ও সম্লন্তি ৪ থাকে, ও তাহার ধৰ্ম্ম চিরস্থায়ী। সাধু লোকের জন্যে অন্ধকারে দীপ্তির উদয় হয় ; সে দয়ালু ও কৃপাময় ৫ ও ধাৰ্ম্মিক। সাধু লোক দয়া করিয়া ঋণ দেয়, ও ও সুবিচারে অাপন কৰ্ম্ম নিযপন্ন করে। সে কদাচ বিচলিত ৭ হয় না, ধাৰ্ম্মিক লোক সৰ্ব্বদা স্মরণে থাকে। কুসংবাদ শুনিলেও সে ভয় করে না, পরমেশ্বরে নির্ভর করাতে ৮ তাহার মন সুস্থির থাকে। সে যাবৎ শত্ৰুগণের বিপদ দর্শন না করে, তাবৎ তাহার মন দৃঢ় ও নিৰ্ভয় থাকে। ১ সে ধন ব্যয় করে ও দরিদ্রদিগকে দান করে, ও তাহার ধৰ্ম্ম নিত্যস্থায়ী ; গৌরবেতে তাহার বল বৃদ্ধি হয়। ১৪ দুষ্ট লোক তাহ দেখিয়া কোপান্বিত হয়, ও দন্তঘর্ষণ করিয়া ক্ষয় পায় ; দুষ্টগণের মনস্কামনা ব্যর্থ হয়। ১১৩ গীত । অনুগ্রহের নিমিত্তে ঈশ্বরের প্রশংসা । ১ পরমেশ্বরের ধন্যবাদ কর । হে পরমেশ্বরের সেবকগণ, তোমরা ধন্যবাদ কর, পরমেশ্বরের নামেরই ধন্যবাদ ২ কর। অদ্যাবধি সদাকাল পর্য্যন্ত পরমেশ্বরের নাম ও ধন্য হউক। সূর্য্যের উদয়াচল অবধি আস্তাচল পর্য্যন্ত ৪ পরমেশ্বরের নাম প্রশ^সিত হউক ৷ পরমেশ্বর তাবজ্জাতীয়দের উপরে উচ্চপদণম্বিত, ও আকাশের ও উপরে তাহার মহিমা প্রকাশ পায়। আমাদের প্রভূ পরমেশ্বরের তুল্য কে আছে ? তিনি উচ্চস্থানে বসতি শু করিয়া স্বর্গ ও পৃথিবীতে সকলের দর্শনার্থে আপনি নত হন। তিনি ধূলাহইতে দরিদ্র ব্যক্তিকে উন্নত করিয়া O 2 159