পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 & o দাদের গীত । [১১৪,১১৫ গীত। ও সারের ঢিবীহইতে দীনহীন ব্যক্তিকে উঠাইয়া অধ্যক্ষগণের মধ্যে, অর্থাৎ অণপন লোকদের অধ্যক্ষগণের মধ্যে স্থান দেন। তিনি বন্ধ্যা স্ত্রীকে সন্তানদের আনন্দময়ী মাতা করিয়া গৃহের কত্রী করেন। পরমেশ্বরের ধন্যবাদ কর । ১১৪ গীত । স্থাবরাদি দ্বারা ঈশ্বরের প্রশংসা । ইসুয়েল বণশ মিসরদেশহইতে ও যাকুব বণশ পরভাষাবাদি লোকহইতে গমন করিলে যিহুদা তাহার ধৰ্ম্মধাম ও ইসুয়েল র্তাহার রাষ্ট্র হইল। তাহণ দেখিয়া সমুদ্র পলায়ন করিল, এব৯ যদন নদী উজানে বহিতে লাগিল ; এল০ পৰ্ব্বতগণ মেষের ন্যায় ও উপপৰ্ব্বতগণ মেষশাবকের ন্যায় লম্ফ দিতে লাগিল। হে সমুদ্র, তুমি কি নিমিত্তে পলাইলা? হে ঘৰ্দ্দন, তুমি কেন উজানে বহিলা ? হে পৰ্ব্বতগণ, তোমরা মেষের ন্যায়, হে উপপৰ্ব্বত সকল, তোমরা মেষশাবকের ন্যায় কেন লম্ফ দিলা ? হে পৃথিবি, তুমিও প্রভুর সাক্ষাতে অর্থাৎ যাকুবের ঈশ্বরের সাক্ষাতে কল্পিত হও । তিনি পৰ্ব্বতকে জলাশয় ও অগ্নি প্রস্তরকে জলের উনুই করিলেন। ১১৫ গীত । ১ প্রতিমার অসারতা, ৯ ও ঈশ্বরের সারতার বর্ণন । হে পরমেশ্বর, অামাদের নয়, অামাদের নয়, কিন্তু তোমার নামের মহিমা হউক, কারণ অনুগ্রহ ও সত্যতা তোমারই অাছে। “ উহাদের ঈশ্বর কোথায় ?? অন্য জাতীয়ের কেন এমত কথা বলে ? অামাদের ঈশ্বর 160