বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৫ গীত ] দাদের গীত । > や の ৪ স্বর্গে থাকেন, তিনি যাহা ইচ্ছা তাহাই করেন। কিন্তু তাহাদের বিগ্রহ সকল রৌপ্যময় ও সুবর্ণময় ও মানু৫ ষের হস্তকৃত। তাহাদের মুখ থাকিতেও তাহার কথা কহিতে পারে না, ও চক্ষু থাকিতেও দেখিতে পায় শু না ; এব০ কর্ণ থাকিতেও শুনিতে পায় না, ও নাসিক ৭ থাকিতেও আঘাণ পায় না ; এবপ্ৰ হস্ত থাকিতেও সুর্শ করিতে পারে না, ও পদ থাকিতেও চলিতে পারে ৮ না, এব^ গলাদ্বারা শব্দ করিতে পারে না । যেমন তাহারণ, তাহদের নিৰ্ম্মাণকারি ও তাহাদের শরণাগত সকলেও তদ্রুপ । ৯ হে ই সুয়েল বংশ, পরমেশ্বরেতে নির্ভর কর, তিনি ১ e তোমাদের উপকারক ও ঢালস্বরূপ । হে হারোণের বsশ, পরমেশ্বরেতে নির্ভর কর, তিনি তোমাদের ১১ উপকারক ও ঢালস্বরূপ । হে পরমেশ্বরের ভয়কারিগণ, পরমেশ্বরেতে নির্ভর কর, তিনি তোমাদের উপ১২ কারক ও ঢালস্বরূপ | পরমেশ্বর অামাদিগকে মনে করিয়া আশীৰ্ব্বাদ করবেন, তিনি ইস্লায়েলের বণশকে আশীৰ্ব্বাদ করিবেন, ও হারোণের বsশকে অা১৩ শীৰ্ব্বাদ করবেন। এ বণ পরমেশ্বরের ভয়কারি ক্ষুদ্র ১৪ ও মহান, সকলকেই আশীৰ্ব্বাদ করবেন। পরমেশ্বর তোমাদের ও তোমাদের সন্তানদের বৃদ্ধি করবেন। ১৫ তোমরা স্বর্গমর্তের সৃষ্টিকৰ্ত্ত পরমেশ্বরের আশীৰ্ব্বাদ১৬ পাত্র। স্বৰ্গ পরমেশ্বরেরই স্বৰ্গ, কিন্তু পৃথিবীকে তিনি ১৭ মনুষ্যসন্তানদিগকে দিয়াছেন। মৃত লোকেরা ও নীরব ১৮ স্থানে প্রবিষ্টেরা পরমেশ্বরের ধন্যবাদ করে না। কিন্তু অামর অদ্যাবধি সদাকাল পর্য্যন্ত পরমেশ্বরের ধন্যবাদ করিব | পর মে স্বরের ধন্যবাদ কর । О 3 16]