১১৯ গীত । ] দায়দের গীত। > b" কহে, কিন্তু তোমার দাস তোমার বিধি ধ্যান করে। ২৪ তোমার প্রমাণবাক্য আমার আহলাদ ও মন্ত্রণা দায়ক হয়। 7 দালৎ ৷ ২৫ আমার মন ধূলিতে সংলগ্ন আছে, তুমি আপন ২৬ বাক্যানুসারে অামাকে সজীব কর । অামি আপন গতির বর্ণনা করিলে তুমি আমাকে উত্তর দিয়াছ, ২৭ এ এীন আলপন বিধি অামাকে শিখাও। তোমার উপদেশের পথ অামাকে জ্ঞাত কর, তাহাতে আমি ২৮ তোমার তাবৎ আশ্চৰ্য্য কৰ্ম্ম ধ্যান করিব। অামার মন শোকেতে গলিয়া যায়, এখন অপেন বাক্যানুসারে ২৯ আমাকে উঠাও। আমাহইতে মিথ্যাপথকে দূর করিয়া ৩০ তোমার শাস্ত্র আমাকে প্রদান কর। অামি সত্য পথ মনোনীত করিয়া তোমার রাজনীতি সম্মুখে রাখি। ৩১ অামি তোমার প্রমাণবাক্য অবলম্বন করি ; হে পর৩২ মেশ্বর, অামাকে লজ্জিত করিও না। তুমি আমার অন্তঃকরণ বিস্তারিত করিলে অামি তোমার অজ্ঞাপথে ধাবমান হইব । T হে। ৩৩ হে পরমেশ্বর, তুমি আমাকে নিজ বিধির পথ দেখাও, তাহাতে আমি শেষ পর্য্যন্ত তাহা পালন ৩৪ করিব। আমাকে জ্ঞান দেও, তাহাতে আমি তোমার শাস্ত্র মানিয়া সৰ্ব্বান্তঃকরণের সহিত তাহ পালন ৩৫ করিব। তুমি নিজ আজ্ঞাপথে আমাকে গমন করাও, ৩১ কারণ তাহাতেই আমার সন্তোষ । লোভের প্রতি নয়, কিন্তু তোমার প্রমাণবাক্যের প্রতি আমার মনকে ৩৭ অাকর্ষণ কর। মায়ার দর্শনহইতে আমার চক্ষুকে ফিরাইয়া তোমার পথে আমাকে জীবন দান কর। 167