পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У a o দায়ূদের গীত । [১১৯ গীত । প্রতি মিথ্যা অপবাদের কল্পনা করে, কিন্তু আমি সৰ্ব্বন্তঃকরণের সহিত তোমার অাদেশ পালন করি। তাহাদের অন্তঃকরণ মেদের ন্যায় স্থূল ; কিন্তু তোমার ৭০ ব্যবস্থাতে আমার তুষ্টি আছে। আমি যে দুঃথা ৭১ হইলাম, তাহা অামার মঙ্গল ; কেননা তাহাতেই আমি তোমার বিধির শিক্ষা পাইলাম। সহসুখ স্বর্ণ ৭২ ও রৌপ্যমুদ্র অপেক্ষ তোমার মুথের ব্যবস্থা আমার পক্ষে ডক্তম। যুদ। তোমার হস্ত আমার সৃষ্টি ও স্থিতি করিয়াছে, এখন ৭৩ যাহাতে তোমার তাবৎ অাজা শিথিতে পারি, এমত জ্ঞান অামাকে দেও। অামি তোমার কথাতে প্রত্যাশা ৭৪ করি, এই কারণ তোমার ভয় কারিগণ অামাকে দেখিয়া আনন্দিত হয়। হে পরমেশ্বর, অামি জানি, তোমার ৭৫ বিচারণজ্ঞা ধৰ্ম্মময়, ও তুমি বিশ্বস্ততাতে আমাকে ক্লেশ দিয়াছ। এই ক্ষণে নিজ দাসের প্রতি তোমার বণক্যানু- ৭৬ সারে তোমার অনুগ্রহ আমার সান্থনাদায়ক হউক। অামার প্রতি তোমার দয়া বর্তৃক, তাহাতে আমি ৭৭ জীবন পাইব ; কেননা তোমার শাস্ত্র আমার হর্ষজনক। অহঙ্কারি লোকের লজ্জিত হউক, কেননা তা- ৭৮ হারা অামার প্রতি অকারণে অন্যায় করে ; কিন্তু অামি তোমার আদেশ ধ্যান করি। যাহারা তোমাকে ৭৯ ভয় করে ও তোমার প্রমাণ বাক্য জানে, তাহারণ পূনবর্বর অামার পক্ষ হইবে । আমি যেন লজ্জিত ন হই, ৮০ এই জন্যে অামার মন তোমার বিধিতে সিদ্ধ হউক । = কফ । তোমহেইতে পরিত্রাণের অপেক্ষাতে আমার প্রাণ ৮১ অব সন্ন হয়, আমি তোমার বাক্যের অপেক্ষা করি। 170