পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৯ গীত ।] দায়ুদের গীত । > 9 ○ ১১১ নহি । তোমার প্রমাণবাক্য আমার মনের আনন্দজনক, এই কারণ আমি সদাকালের নিমিত্তে তাহ। ১১২ নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছি। এবণ শেষ পৰ্য্যন্ত সদাকাল তোমার বিধি পালন করণার্থে আপন মনকে প্রবৃত্তি দিয়াছি। P সামকৃ। ১১৩ আমি দ্বিমনা লোকদিগকে ঘৃণা করি, কিন্তু তো১১৪ মার শাস্ত্র ভাল বাসি। তুমি আমার গুপ্ত স্থান ও ঢালস্বরূপ ; আমি তোমার বাক্যেতে প্রত্যাশা করি। ১১৫ হে কুকৰ্ম্মকারিগণ, তোমরা আমার নিকটহইতে দূর হও ; আমি আপন ঈশ্বরের আজ্ঞা পালন করিব । ১১৬ তুমি নিজ বাক্যানুসারে আমাকে ধারণ করিয়া বাচাও, অামার অাশার বিষয়ে অামাকে লজ্জিত করিও ১১৭ না। অামাকে স্থাপন কর, তাহাতে আমি পরিত্রাণ ১১৮ পাইব ও তোমার বিধি সৰ্ব্বদা মান্য করিব। তুমি অাপন বিধিহইতে ভুণন্ত তাবৎ লোককে নিগ্ৰহ করিব ; ১১৯ তাহদের প্রবঞ্চনা ভুান্তিমাত্র। তুমি পৃথিবীস্থ তাবৎ দুষ্টকে মলের ন্যায় দূর করিবা, এই জন্যে আমি ১২০ তোমার প্রমাণবাক্য ভাল বাসি । তোমাকে ভয় করাতে অামার শরীরে রোমাঞ্চ হয়, ও তোমার বিচারণজ্ঞাহইতে অামি ভীত হই।

অয়িন। ১২১ অামি ন্যায় ও ধৰ্ম্মাচরণ করি, অামাকে উপদ্রবি১২২ দের হস্তে সমৰ্পণ করিও না। মঙ্গলের নিমিত্তে অাপন দাসের প্রতিভূ হও, ও অহঙ্কারিদিগকে আমার প্রতি ১২৩ উপদ্রব করিতে দিও না। তোমার স্বীকৃত পরিত্রাণের ও ধৰ্ম্মকথার অপেক্ষাতে আমার চক্ষু ক্ষীণ হই

১২৪ তেছে। অাপন অনুগ্রহানুসারে নিজ দাসের সহিত P 3 17 3