পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y & S. দায়ুদের গীত। [১১৯ গীত । নুসারে আমাকে জীবন দান কর। দুষ্টগণ তোমার ১৫৫ বিধির অন্বেষণ করে না, এই কারণ পরিত্রাণ তাহাদের হইতে দূরে থাকে। হে পরমেশ্বর, তোমার কৃপ: ১৫৬ মহৎ । আপন রাজনীতি অনুসারে আমাকে জীবন দান কর। আমার তাড়নকারী ও শত্র অনেক, ১৫৭ তথাপি আমি তোমার প্রমাণবাক হইতে বিমুখ হই না। প্রবঞ্চকদিগকে দেখিলে আমার ঘূণা জন্মে, কা- ১৫৮ রণ তাহারণ তোমার কথা পালন করে না । দেখ, ১৫ ৯ তোমার উপদেশে আমি কেমন প্রেম করি ! হে পরমেশ্বর, আপন অনুগ্রহানুসারে আমাকে জীবন দান কর । প্রথমাবধি তোমার কথা সত্য ও তোমার পবি- ১৬০ ত্রময় রাজনীতি সকল নিত্যস্থায়ী। এ শিন । দেশাধ্যক্ষেরা অকারণে অামাকে তাড়না করে, ১৬১ কিন্তু তোমার বাক্যহইতে আমার মন ভীত হয়। এব^ প্রচুর লুটদ্রব্য প্রাপ্ত লোকের ন্যায় আমি ১৬২ তোমার কথাতে আনন্দিত হই। অামি মিথ্যাকে ১৬৩ ঘৃণাৰ্ছ ও অসহ জ্ঞান করিয়া তোমার শাস্ত্রে প্রেম করি। এব^ তোমার ধৰ্ম্মময় রাজনীতির জন্যে আমি ১৬৪ দিনের মধ্যে সাত বার তোমার ধন্যবাদ করি। যা- ১৬৫ হারা তোমার শাস্ত্রে প্রেম করে, তাহাদের পরম মঙ্গল হয় ও কোন উছোট লাগে না। হে পরমেশ্বর, অামি ১৬৬ তোমার স্বীকৃত পরিত্রাণের অপেক্ষাতে আছি, ও তোমার আজ্ঞানুসারে আচরণ করি। অামার মন তোমার ১৬৭ প্রমাণবাক্য পালন করে, ও অামি তাহাতে অত্যন্ত প্রেম করি। এ বণ তোমার আদেশ ও প্রমাণ বাক্য পালন ১৬৮ করি ; আমার সকল পথ তোমার সাক্ষাতে অাছে। 176