পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

থাকি। যাহারণ সন্ধি ঘৃণা করে, তাহদের মধ্যে বাস করাতে আমার প্রাণ ক্লান্ত হইয়াছে। অামি সন্ধি চাহি, কিন্তু কথা কহিবামাত্র তাহারা যুদ্ধ করতে উদ্যত হয়। ১২১ গীত । আশ্রিত লোকদিগকে পরমেশ্বরের রক্ষা করন । যাত্রাকালীয় গীত । আমি পৰ্ব্বতগণের দিগে উর্দুদুষ্টি করি ; আমার উপকার কোথাহইতে হইবে ? যিনি স্বৰ্গ মর্তের সৃষ্টিকর্তৃণ, সেই পরমেশ্বর হইতে আমার উপকার হয়। তিনি তোমার চরণকে বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষাকারী নিদ্রা যাইবেন না। দেখ, ইসুয়েলের রক্ষাকারী কথন তন্দ্র কি নিদ্র যান না। পরমেশ্বর তোমার রক্ষাকৰ্ত্তা, ও পরমেশ্বর তোমার দক্ষিণ দিক্‌স্থিত ছায়াস্বরূপ। দিবসে সূর্য এবং রাত্রিতে চন্দ্র তোমাকে অণঘাত করিবে না। পরমেশ্বর তোমাকে সমস্ত অগপদহ হতে রক্ষণ করিবেন ; তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন । পরমেশ্বর অদ্যাবধি সদাকাল পর্য্যন্ত তোমার বহির্গমন ও ভিতরে আগমন রক্ষা করবেন। ১২২ গীত । পরমেশ্বরের মন্দিরে যাওনে আহলাদ করণ । দায়ুদের কৃত যাত্রাকালীয় গীত। তাইস, আমরা পরমেশ্বরের মন্দিরে যাই, লোকেরণ আগমণকে এই কথা কহিলে অামি আনন্দিত হইলাম। হে ফিরুশালম, তোমার দ্বারে আমরা চরণে দাড়াইয়৷ থাকিব। যিরশালম্ সুরচিত নগরবৎ নিৰ্ম্মিত আছে। ইসুরেলের রীত্যনুসারে ব^শ সকল, অর্থাৎ পরমেশ্বরের ব০৯শ সকল পরমেশ্বরের নামের প্রশ৭সা করিতে | 78 > ° レ〜 দায়ুদের গীত । [১ ২১,১২২ গীত । o