পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩,১২৪ গীত ] দায়ুদের গীত । * * > ৫ সেই স্থানে যাত্রা করে। কেননা সে স্থানে বিচারের সিংহাসন অর্থাৎ দায়ুদ বণশের সিংহাসন স্থাপিত শু অাছে। তোমরা যি কুশালমের মঙ্গলার্থে প্রার্থনা কর ; (হে যিরশালম) তোমার প্রেমকারিগণ ভাগ্যবান ৭ হউক। তোমার প্রাচীরে মঙ্গল ও তোমার রাজপুরীতে ৮ সৌভাগ্য বাস করুক। আমার ভুতাদের ও মিত্ৰগণের নিমিত্তে অণমি এই ক্ষণে ইহা কহিব, তোমাতে কল্যাণ ৯ বাস করুক। এব^ আমাদের প্রভু পরমেশ্বরের মন্দিরের নিমিত্তে আমি তোমার মঙ্গল চেষ্টা করিব । ১২৩ গীত । পরমেশ্বরে আশ্রয় করণ। যাত্রাকালীয় গীত । ১ হে স্বর্গানবাসি, আমি তোমার প্রতি উৰ্দ্ধদৃষ্টি করি ২ তেছি। দেখ, আপন ২ প্রভূর হস্তের প্রতি যেমন দাসদের চক্ষু, ও অাপন কত্রীর হস্তের প্রতি যেমন দাসীর চক্ষু থাকে ; তজপ আমাদের প্রভু পরমেশ্বর ফণবৎ তাপমাদিগকে দয়া না করেন, তাবৎ তাহার ৩ প্রতি অামাদের চক্ষু থাকে। হে পরমেশ্বর, অামাদিগকে দয়া কর, দয়া কর, কেননা আমরা অতিশয় ৪ নিন্দাতে পরিপূর্ণ হইয়াছি। অামাদের মন সুখাসক্ত লোকদের উপহাসে ও অহঙ্কারি লোকদের নিন্দাতে পরিপূর্ণ আছে। ১২৪ গীত । রক্ষার্থে পরমেশ্বরের প্রশংসা করণ। দায়ুদের কৃত যাত্রাকালীয় গীত । ১ ইসুয়েল লোকেরা এখন এমত কহিতে পারে, যদি ২ পরমেশ্বর অামাদের পক্ষে না থাকিতেন ; ফলতঃ যে 179