পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬,১২৭ গীত।] দায়ুনের গীত। ○ > > ১২৬ ীিত । বাবিল হইতে নিস্তারের জন্যে পরমেশ্বরের প্রশংসা । যাত্রাকালীয় গীত । পরমেশ্বর সিয়োনকে দাসত্বহইতে মুক্ত করিলে পর ২ আমরা স্বপ্নদর্শিদের ন্যায় হইলাম। তাহাতে অামাদের মুখ হাসেতে ও জিন্তু উচ্চধ্বনিতে পরিপূর্ণ হইল ; এবং অন্যজাতীয়দের মধ্যে এম ত কথিত হইল, “ পরমেশ্বর উহাদের নিমিত্তে মহৎ কৰ্ম্ম কর৩ লেন।’ পরমেশ্বর আমাদের নিমিত্তে মহৎ কৰ্ম্ম করিয়া৪ ছেন বটে, তাহাতে আমরা আনন্দিত হইতেছি। হে পরমেশ্বর, দক্ষিণ দেশস্থ সু্যেতের ন্যায় আমাদের দাসত্ব ৫ ফিরাও। যাহারণ চক্ষুর জলে বীজ বপন করে, তাহার। শু আনন্দে শস্য কাটিবে। যে জন রোদন করিতে ২ বপনীয় বীজ লইয়া বহির্গত হয়, সে গান করিতে ২ অা পন আণটি লইয়। ঘরে আসিবে। ১২৭ গীত | ঈশ্বরের অনুগ্রহ হইতে তাবৎ উন্নতি ও মঙ্গল। সুলেমানের কৃত যাত্রাকালীয় গীত। ১ যদি পরমেশ্বর গৃহ নিৰ্ম্মাণ না করান, তবে তাহার নিৰ্ম্মাণকারিরা মিথ্যা শ্রম করে ; এব০ পরমেশ্বর যদি নগরের রক্ষণ না করেন, তবে প্রহরির জাগরণ বৃথা ২ হয় ; এব^ তোমাদের প্রত্যুষে গাত্রোথান ও শয়ন । করিতে বিলম্ব ও চিন্তিত মনে ভোজন করা বৃথা হয় ; ৩ তিনি নিতান্ত অলপন প্রিয়কে বিশ্রাম দেন। দেখ, সন্তানেরা পরমেশ্বরহইতে প্রাপ্য ধন, ও গৰ্ত্তের ফল পারি৪ তোষিকস্বরূপ । এব° বীরের হস্তস্থিত বাণ যেমন, ও যুব মানুষের সন্তানের ও তদ্রুপ। তাদৃশ বাণেতে E. T. S.] Q 181