পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ গীত।] দামৃদের গীত । ○○ সহিত মিথ্যা কথা কহে, এবণ ওষ্ঠাধরেতে স্তুতিবাদ ও দ্বিধা মনে আলাপ করে । ৩ পরমেশ্বর তাবৎ স্তুতিবাদি ওষ্ঠাধর ও গৰ্ব্বপ্রকাশক ৪ জিহ্বা ছেদন করিবেন । * আমরা আপন ২ জিহ্লাদ্বারা প্রবল হইব ; আমাদের ওষ্ঠই অামাদের সহায় আছে, আমাদের উপরে কর্তা কে ?’ এ কথা তাহারণ ৫ কহে। অতএব পরমেশ্বর কহেন, দুঃখিদের বিনাশ ও দরিদ্রদের কাতরোক্তি প্রযুক্ত আমি এই ক্ষণে উঠিব, শু ও ত্রাণের আকাড়ি লোককে ত্রাণপ্রাপ্ত করিব। ঈশ্বরের যে বাক্য সে নিৰ্ম্মল বাক্য, তাহ মৃত্তিকার মুচিতে সাত বার পরিস্কৃত রূপার তুল্য। হে পরমেশ্বর, তুমি তাহাদিগকে রক্ষা করিব, ও সৰ্ব্বদা এ বর্তমান লোক৮ হইতে উদ্ধার করিব । কিন্তু (সম্রতি) দুষ্টগণ চতুদিগে বেড়াইতেছে, ও যাহারণ মনুষ্যদের মধ্যে অধম, তাহারা উত্তমরূপে মান্য হইতেছে। ১৩ গীত । দায়ুদের বিলাপ ও প্রার্থনা ও ধন্যবাদ করন । প্রধান বাদ্যকরকে দাতব্য দায়দের ধর্মগীত । ১ হে পরমেশ্বর, আর কত কাল আমাকে বিস্মৃত থাকিবা ? কি চিরকাল ; কত কাল আমাহইতে আপন ! লুক্কায়িত করিব ? আমি কত কাল দিনে ২ অন্তঃকরণে বিষন্ন হইয়া মনে ২ ভাবনা করিব ? শত্ৰু বা ৩ কত কাল আমার উপরে দপ করিবে ? হে আলমার প্রভো পরমেশ্বর, অামার প্রতি मूकेि করিয়া উত্তর দেও ; ও অামার চক্ষুকে সতেজ কর, অা ৪ মাকে মহানিদ্রা যাইতে দিও না। নতুবা ‘ আমি তাহাকে জয় করিলাম, আমার শত্ৰু এই কথা কহিবে, в. т. s.) C 13