পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৯২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

なb〜○ দায়ুদের গীত। [১৩৪,১৩৫ গীত । অর্থাৎ হারোণের দাড়ি দিয়া বহিয়া বস্ত্রের অঞ্চল পৰ্য্যন্ত গড়িয়া পড়িল, তাহার ন্যায়। এ বণ যে শিশির ৩ হম্মোণ পৰ্ব্বতে ও সিয়োন পৰ্ব্বতে পতিত হয়, তাহার ন্যায় ; কেননা পরমেশ্বরের আশীৰ্ব্বাদ অর্থাৎ অনন্ত জীবন সেই স্থানে পাওয়া যায়। . ১৩৪ গীত। পরমেশ্বরের প্রশংসা করিতে বিমতি । যাত্রাকালীয় গীত। হে পরমেশ্বরের দাস সকল, রাত্রিকালে পরমেশ্বরের ১ মন্দিরে দাড়াইয়া থাক যে তোমরা, তোমরা পরমেশ্বরের ধন্যবাদ কর । তোমরা পবিত্র স্থানে আপনা- ২ দের হস্ত তুলিয়া পরমেশ্বরের গুণানুবাদ কর । অলকাশের ও পৃথিবীর সৃষ্টিকর্তা পরমেশ্বর সিয়োন হইতে তোমাকে আশীৰ্ব্বাদ করুন। ১৩৫ গীত। ঈশ্বরের প্রশংসা ও প্রতিমার অসারত । পরমেশ্বরের ধন্যবাদ কর ; ও পরমেশ্বরের নামের ধন্যবাদ কর । হে পরমেশ্বরের দাসগণ, তোমরা পরমেশ্বরের মন্দিরে ও আমাদের ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে দাড়াইয় তাহার ধন্যবাদ কর । পরমেশ্বরের ধন্যবাদ কর, যেহেতুক পরমেশ্বর মঙ্গলদাতা ; এব°N র্তাহার নামের উদেশে গীত গান কর, যেহেতুক তাহা মনোহর। পরমেশ্বর আপনার নিমিত্তে যাকুরকে ও আপন বিশেষ ধনের জন্যে ই সুয়েল ব^শকে মনোনীত করিয়াছেন। পরমেশ্বর মহান ও আমাদের প্রভু সকল দেবতাহইতে শ্রেষ্ঠ, তাহা অামি জানি। পরমেশ্বর স্বর্গে ও পৃথিবীতে ও সমুদ্রে ও তাবৎ অগাধ 186