পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^ ) R. দায়দের গীত । [১৩৯ গীত । &、 তোভাবে জ্ঞাত নও, এ মত কোন কথা অামার জিহ্বাগ্রে আইসে না। তুমি আমার অগ্রপশ্চাৎ বেষ্টন করিয়া আমার উপরে হস্তাপণ করিতেছ। এই প্রকার জ্ঞান আমার নিকটে তাশ্চৰ্য্য, এবণ উচ্চতা প্রযুক্ত আমার বোধের অগম্য। অামি তোমার আত্মাহইতে কোথায় যাইব ? ও তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলায়ন করিব ? অামি যদি স্বর্গারোহণ করি, তবে সেখানেও তুমি ; এবণ যদি পরলোকে শয্যা পাতি, তবে সেখানেও তুমি । যদি অরুণের পক্ষ আশ্রয় করিয়া সমুদ্রের অতি দূরস্থ পারে গিয়া বাস করি ; তবে সেখানেও তোমার হস্ত অামাকে গমন করাইবে, ও তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। যদি বলি, আমি অন্ধকারে লুকাইয়া থাকিব, তবে রাত্রিও অামার চতুদিগে দীপ্তিময় হইবে। অন্ধকার তোমাহইতে গুপ্ত রাখে না, বরণ রাত্রি দিনের ন্যায় দীপ্তিমান হয়, এবণ অন্ধকার ও দীপ্তি দুই সমান হয়। তুমি আমার অন্তর্যামী, তুমি মাতৃগৰ্ত্তে আমাকে ঢাকিয়াছিল । আমি তোমার প্রশ°Nস করিব, আমি ভয়ঙ্কর ও আশ্চৰ্য্যরূপে নিৰ্ম্মিত আাছি ; তোমার কার্য্য সকল আশ্চৰ্য্য, তাহ) অামার মন বিলক্ষণ রূপে জানে। যে সময়ে আমি গোপনে নিৰ্ম্মিত ও পৃথিবীর নিম্নভাগে গ্রথিত হইতেছিলাম, তৎকালে আমার সেই মূৰ্ত্তি তোমাহইতে লুকায়িত ছিল না। তোমার চক্ষু আগমণকে পিণ্ডবৎ দেখিয়াছে ; এবP অণমার আশয়ার যে সকল দিন নিরূপিত অাছে, তাহার এক দিনও যখন উপস্থিত ছিল না, তখন তোমার পুস্তকে সে সমস্ত লিথিত ছিল । হে ঈশ্বর, অামার বিষয়ে তোমার সঙ্কল্প কেমন প্রিয়! ও তাহার স^খ্যা কেমন 192 రి

  • >

» R

  • So
  • 3
  • 2 &