পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪০ গীত ।] দায়ুদের গীত। ఫెని ১৮ অধিক গণনা করিলে বালুক অপেক্ষ অধিক হয় ; আমি যখন জাগ্রৎ হইব, তখনও তোমার নিকটে থাকিব । ১৯ হে ঈশ্বর, তুমি দুষ্ট লোককে বধ করিব ; হে রক্ত২ পাতকারিগণ, আমার নিকটহইতে দূর হও। তাহারণ দুষ্ট ভাবে তোমার নাম উচ্চারণ করে, ও তোমার ২১ শত্ৰুগণ তাহ নিরর্থক লয়। হে পরমেশ্বর, অামি তোমার ঘৃণাকারিগণকে কি ঘৃণা করি না? ও তো২২ মার বিপক্ষগণের প্রতি কি বিরক্ত হই না? আমি সৰ্ব্বতোভাবে ঘৃণা করিয়া তাহাদিগকে শতু জ্ঞান ২৩ করি। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করিয়া আমার মন জ্ঞাত হও ; আমাকে পরীক্ষা করিয়া ২৪ আমার সঙ্কল্প জ্ঞাত হও। এবণ অামাতে অনিষ্টের পথ পাওয়া যায় কি না, তাহা নিরীক্ষণ কর, ও নিত্য ( সূর্থের ) পথে আমাকে গমন করাও। ১৪০ গীত | শত্ৰুহইতে রক্ষার্থে প্রার্থনা ৷ প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের ধর্মগীত। ১ হে পরমেশ্বর, দুষ্ট মানুষহইতে আমাকে উদ্ধার কর, ২ ও হিন্দুক লোকহইতে আমাকে রক্ষণ কর । তাহারা মনেতে কুকল্পনা করে, ও যুদ্ধ করণার্থে প্রতিদিন একত্র ৩ হয়। তাহারা সপের ন্যায় জিহ্বা তীক্ষ্ণ করে, তাহাদের ওষ্ঠাথরের নিম্নভাগে কালসপের বিষ থাকে। ৪ সেলা। হে পরমেশ্বর, দুষ্টগণের হস্তহইতে আমাকে নিস্তার কর, ও হি৭সুক লোকহইতে আমাকে রক্ষা কর; তাহারণ আমার চরণে উছোট লাগাইতে চেষ্টা ৫ পায়। অহঙ্কারি লোকের অামার নিমিত্তে গোপনে в. т. s.) к 193