পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o 8 দায়ূদের গীত। [১৪ গীত । ও আমি বিচলিত হইলে আমার বৈরিগণ উল্লাস করিবে । কিন্তু আমি তোমার অনুগ্রহে প্রত্যাশা রাথি, তোমাদ্ধারণ পরিত্রাণ পাইলে অণমার মন উল্লাসিত হইবে । পরমেশ্বর অামার উপকার করিয়াছেন, এই নিমিত্তে আমি তাহার উদেশে গান করিব । ১৪ গীত । পাপি লোকদের দুষ্টতা ও ভাবি দুঃখ । প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের গীত ।

  • ঈশ্বর নাই, অজ্ঞান লোক মনে ২ এমত কহে । তাহারণ দুষ্ট ও ঘৃণ্যকৰ্ম্মকারী, সৎকৰ্ম্ম কেহই করে না। জ্ঞানী ও ঈশ্বরের তত্ত্বচেষ্টাকারী কেহ আছে কি না, ইহ জানিবার জন্যে পরমেশ্বর স্বৰ্গহইতে মনুষ্যসন্তানদের প্রতি নিরীক্ষ ণ করিয়া থাকেন। সকলে নিতান্ত বিপথগামী ও দুষ্কৰ্ম্মকারী ; সৎকৰ্ম্ম কেহই করে না, এক জনও না। এই কুকৰ্ম্মকারিদের কি কিছুই জ্ঞান নাই ? তাহারা অন্নের ন্যায় অামার লোককে গ্রাস করে, ও পরমেশ্বরের কাছে প্রার্থনা করে না। ঐ স্থানে তাহারণ বড় ভয় পাইবে, কেননা ঈশ্বর স্বাৰ্ম্মিক ব০শের মধ্যবৰ্ত্তী। তোমরা কি দুঃথি লোকের পরামর্শ তুচ্ছ করিতেছ? দেখ, পরমেশ্বরই তাহার আশ্রয়। আহা ! সিয়োনহইতে ইসুয়েলের পরিত্রাণ হউক ; তাহাতে পরমেশ্বর আপনার প্রজাদিগকে দাসত্বহইতে মুক্ত করিলে যাকু বংশ উল্লাসিত ত্ত ইসুয়েল বংশ হৃষ্টচিত্ত হইবে ।

14 2