পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪২ গীত।] দায়ুদের গীত । > > で ৪ ওষ্ঠাথরের দ্বার রক্ষণ কর। এবণ কুকস্মিদের সহিত কুকৰ্ম্ম ও কদাচার করিতে আমার মনকে প্রবৃন্ত করিও না, এবণ তাহাদের সুখাদ্য ভোজন করিতে আমাকে ৫ দিও না । ধাৰ্ম্মিক লোক অামাকে প্রহার করুক, তাহ। অনুগ্রহের প্রমাণ ; ও সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈলস্বরূপ ; আমার মস্তক তাহ অস্বীকার করিবে না ; কিন্তু উহাদের দুষ্টাচরণের সময়ে ও আমি প্রার্থনা করিব। তাহাদের বিচারকর্তৃগণ পৰ্ব্বতের পাশ্বে অধঃপতিত হইলে তাহারা অামার কথা শুনিবে, কেননা তাহা মিষ্ট। বিদীর্ণ ও ছিন্ন ভূমিতে যেমন ( বীজ ), তদ্রুপ কবরের সম্মুথে আমাদের অস্থি সকল ৮ ছড়িয়া থাকে। হে আমার প্রভো পরমেশ্বর, অামার চক্ষু তোমার প্রতি অাছে, আমি তোমার শরণাগত, ১ অামার প্রাণকে ফেলিয়া দিও না। অামার জন্যে পাতিত ফাদ ও কুকস্মিদের জালহইতে আমাকে রক্ষা ১০ কর। দুষ্টগণ একেবারে আপনাদের জালে পতিত হইবে, কিন্তু আমি নিরাপদে অগ্রসর হইয়া যাইব । ১৪২ গীত । o বিপদসময়ে দায়ুদের প্রার্থনা। , গুহামধ্যে প্রার্থনাকারি দায়ুদের উপদেশগীত। ১ অামি উচ্চৈঃস্বরে পরমেশ্বরের উদেশে আগর্তনাদ করি, ২ ও উচ্চৈঃস্বরে পরমেশ্বরের প্রতি বিনতি করি ; এবপ\ র্তাহার সাক্ষাতে আপনার ভাবনা বিস্তার করি, ও ৩ তাহার সাক্ষাতে আপনার দুঃখ জানাই। অামার আত্মা ক্ষুণ্ণ হইলে তুমি আমার পথ জ্ঞাত আছ ; অামার গন্তব্য পথে লোকেরা গোপনে ফাদ পাতি ৪ য়াছে। অামার দক্ষিণে নিরীক্ষণ করিয়া দেখিলে R 2 195