পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > 。 माछूुझझ त्योङ । [১৪৩ গীত । আমার মিত্ৰলোক কেহই নাই ; আমার আশ্রয় বিনষ্ট হইল, আমার প্রাণের তত্ত্বাবধারণ কেহই করে না। হে পরমেশ্বর, আমি তোমার প্রতি আৰ্ত্তস্বর করিয়া কহিলাম, তুমি আমার আশ্রয় ও জীবৎ লোকদের দেশে অামার ধন। অামার বিনতি বাক্যে মনোযোগ ও কর, কেননা আমি অতি দীনহীন হইয়াছি ; তাড়নাকারিগণহইতে অামাকে উদ্ধার কর, কেননা তাহারা অামাহইতে বলবান। অামি যেন তোমার নামের ৭ প্রশ৭সা করিতে পারি, এই জন্যে আমার প্রাণকে কারাগারহইতে বাহির কর; তুমি আমার মঙ্গল করিলে ধাৰ্ম্মিক লোকের অামাকে বেষ্টন করিবে । ১৪৩ গীত । রক্ষার্থে পরমেশ্বরের কাছে প্রার্থনা ৷ দায়ুদের ধর্মগীত। হে পরমেশ্বর, অামার প্রার্থনা শুন ও আমার নিবেদনে কর্ণপাত কর ; তোমার বিশ্বস্ততা ও ধৰ্ম্মানুসারে অামাকে উত্তর দেও ! নিজ দাসকে বিচারে অানিও ২ না, কেননা তোমার সাক্ষাতে কোন প্রাণী নিদোষ হইতে পারে না। শত্ৰু আমার প্রাণকে তাড়না করিয়া ৩ ভূমিতে দলিত করিল, এব^ আমাকে বহুকাল মৃত, ব্যক্তির ন্যায় করিয়া অন্ধকারে বাস করাইল । অামার আত্মা ক্ষুণ্ণ হইতেছে, ও অামার অন্তরে মন ব্যাকুল অাছে। আমি পূৰ্ব্বের সময় মনে করিয়া তোমার তাবৎ কৰ্ম্ম চিন্তা করিতেছি, ও তোমার হস্তের কার্য্যের বিবেচনা করিতেছি। অামি তোমার কাছে হস্ত বিস্তার করিতেছি । শুষ্ক ভূমির ন্যায় আ মার প্রাণ তোমার আকাড়া করিতেছে। লেলা। 196 (R o (R So