বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৪ গীত।] দায়ুদের গীত । c) ৭ হে পরমেশ্বর, ত্বরায় আমাকে উত্তর দেও, আমার আত্মণ নিরুপায় হইতেছে ; আমাহইতে আপনার মুখ লুক্কায়িত করিও না, পাছে আমি গৰ্ত্তে পতনো৮ মুখ লোকের তুল্য হই। আমি তোমাতে নির্ভর রাখিতেছি, প্রাতঃকালে আমাকে নিজ অনুগ্রহের বাক্য শুনাও ; ও অামার গন্তব্য পথ অামাকে জা১ নাও, আমি উদ্বদিগে তোমার প্রতি মন রাথি । হে পরমেশ্বর, আমি তোমার আশ্রিত, শত্ৰুগণহইতে ১০ আগমণকে নিস্তার কর । তোমার ইষ্ট কৰ্ম্ম করিতে অামাকে শিক্ষা দেও, কেননা তুমিই আমার ঈশ্বর ; তোমার আত্মা উত্তম, তিনি আমাকে সরল স্থানে গমন ১১ করাউন | হে পরমেশ্বর, অাপন নামের গুণে আমাকে জীবন দান কর, ও অাপন ধৰ্ম্মের গুণে বিপদহইতে ১২ অামার প্রাণকে উদ্ধার কর। অনুগ্রহ করিয়া অামার শত্ৰুদিগকে বিনাশ কর, ও আমার প্রাণের বৈরিগণকে সPAহার কর, যেহেতুক আমি তোমার দাস। ১৪৪ গীত । রক্ষা ও জয়ের নিমিত্তে পরমেশ্বরের প্রশ৭সা । দায়ুদের গীত। ১ অামার পর্বতস্বরূপ পরমেশ্বর ধন্য, যেহেতুক তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে ও আমার আঙ্গুলিকে স^২ গ্রাম করিতে শিক্ষা দেন। তিনি আমার অনুগ্রাহক ও গড় ও উচ্চ দুর্গ হইয়া আমাকে নিস্তার করেন, এব°N আমার ঢাল ও আশ্রয়স্থান হইয়। অামার ৩ প্রজাদিগকে অামার বশীভূত করেন। হে পরমেশ্বর, মনুষ্য কে, যে তুমি তাহাকে মান্য কর ঐ ও মর্তের ৪ সন্তান বা কে, যে তুমি তাহাকে গণ্য কর ? মনুষ্য Is 3 197