পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৫ গীত।] দায়ুদের গীত। ఎమె ১৪৫ গীত । ইব্রীয় ভাষাতে ককারাদি গীত ; তাহাতে শরণাগত লোকদের প্রতি ঈশ্বরের অনুগ্রহের বর্ণ না । দায়ুদের কৃত প্রশ^সা। ১ হে আমার রাজন ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব, ও সদাকাল পর্য্যন্ত তোমার নামের গুণানুবাদ ২ করিব। প্রতিদিন তোমার গুণানুবাদ করিব, এব০১ সদাকাল পর্য্যন্ত তোমার নামের প্রশ৭সা করিব । ৩ পরমেশ্বর মহান, ও অতি প্রশ^সনীয়, তাহার মহিমা ৪ বোধের অগম্য। লোকের পুরুষানুক্রমে তোমার কৰ্ম্মের প্রশ৭সা করিবে ও তোমার পরাক্রম প্রকাশ ৫ করিবে। এব^ আমি তোমার উজ্জ্বল প্রতাপের গৌরব শু ও আশ্চৰ্য্য ক্রিয়ার কথা কহিব। এব°N লোকেরাও তোমার ভয়ানক কৰ্ম্মের বিক্রম প্রকাশ করিবে, ও ৭ অামি তোমার মহৎ কাৰ্য্যের বর্ণনা করিব। তাহারণ তোমার মহৎ হিতৈষিত স্মরণ করবে, ও উচ্চৈঃস্বরে ৮ তোমার ধৰ্ম্মের গান করবে। পরমেশ্বর কৃপাবান ও দয়াময় এব^ ক্রোধে ধীর ও অনুগ্ৰহেতে মহান । ৯ পরমেশ্বর সকলের মঙ্গলদাতা, এব°N আপনার সৃষ্ট ১০ বস্তু মাত্রের প্রতি র্তাহার দয়া অাছে। হে পরমেশ্বর, তোমার সকল কৰ্ম্ম তোমার প্রশ৭সা করে, ও তোমার ১১ পূণ্যবান লোক তোমার গুণানুবাদ করে। তাহারী তোমার পরাক্রম ও তোমার রাজ্যের উজ্জ্বল প্রতাপ ১২ মনুষ্যসন্তানদিগকে জ্ঞাত করণার্থে তোমার রাজ্যের গৌরব প্রকাশ করিবে, ও তোমার পরাক্রমের বর্ণনা ১৩ করিবে। তোমার রাজ্য নিত্যস্থায়ী, ও তোমার কর্তৃত্ব ১৪ তাবৎ পুরুষানুক্রমে থাকে ৷ পরমেশ্বর পতনোমুখ তাবৎ লোককে ধরিয়া রাখেন, ও নত লোকদিগকে 199