বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ও ২ দায়ুদের গীত। [১৪৮ গীত । বলেতে র্তাহার সন্তোষ নাই, ও মানুষের চরণে র্তাহার আমোদ নাই ; কিন্তু যাহারণ তাহাকে ভয় করে ১১ ও তাহার অনুগ্রহের অপেক্ষাতে থাকে, তাহাদিগেতে পরমেশ্বর অামোদ করেন। হে যিব্ধশালম, পরমেশ্বরের প্রশ৭সা কর ; হে ১২ সিয়োন, তোমার ঈশ্বরের ধন্যবাদ কর । তিনি তো- ১৩ মার দ্বারের হুড়ক দৃঢ় করিয়া দেন, এব^ তোমার মধ্যস্থিত সন্তানগণকে আশীৰ্ব্বাদ করেন। তিনি তোমার ১৪ তাবৎ সীমাতে মঙ্গল করেন, ও উত্তম গোমেতে তোমাকে তৃপ্ত করেন। তিনি পৃথিবীতে আপন আজ্ঞা পাঠান, ১৫ তাহাতে র্তাহার বাক্য বেগেতে দৌড়ে। তিনি মেষ- ১৬ লোমের সদৃশ তুমার বর্ষণ করেন, ও ভস্মের ন্যায় নীহার । বিকীর্ণ করেন। তিনি খণ্ড ২ হিম প্রেরণ করেন ; তাহার ১৭ শীতের সম্মুথে কে দাড়াইতে পারে ? তিনি আজ্ঞা পা- ১৮ ঠাইয়া সে সমস্তকে পূনৰ্ব্বার দুব করেন, এবং বায়ু বহাইলে সে সমস্ত তরল জল হয়। তিনি যাকূবের কাছে ১৯ আপন বাক্য ও ইসুয়েলের নিকটে অাপন বিধি ও রাজনীতি প্রকাশ করিয়াছেন। অন্য কোন জাতির সহিত ২০ এই মত ব্যবহার করেন নাই, তাহারা তাহার রাজনীতি জানে না। পরমেশ্বরের ধন্যবাদ কর । ১৪৮ গীত । পরমেশ্বরের স্তুতি করিতে স্থাবর জঙ্গমাদিকে বিনতি । o পরমেশ্বরের ধন্যবাদ কর ; স্বগেতে পরমেশ্বরের ধন্যবাদ কর, ও উচ্চস্থানে তাহার ধন্যবাদ কর । হে ২ র্তাহার দূত সকল, র্তাহার ধন্যবাদ কর ; হে তাহার সৈন্য সকল, র্তাহার ধন্যবাদ কর । হে সূৰ্য্য ও চন্দ্র, ও তাহার ধন্যবাদ কর ; হে তেজস্কি তার সকল, র্তা 202