পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫,১৬ গীত।] দায়ুদের গীত । ১৫ গীত । সিয়োন নিবাসির বর্ণনা । দায়দের ধর্মগীত । ১ হে পরমেশ্বর, তোমার আবাসে কে প্রবাস করিবে ? ২ ও তোমার পবিত্ৰ পৰ্ব্বতে কে বসতি করিবে ? যে জন সরলাচরণ ও ধৰ্ম্মকৰ্ম্ম করে, ও মনের সহিত সত্য কথা ত কহে ; এব^ জিহ্বাতে কাহারও গ্লানি করে না, ও মিত্রের অনিষ্ট করে না ; ও প্রতিবাসির দুর্নাম করে না ; ৪ এবং দুষ্ট লোককে তুচ্ছ বোধ করিয়া পরমেশ্বর ভক্ত লোকের গৌরব করে, ও দিব্য করিয়া আপনার ক্ষতি ৫ হইলেও তাহার অন্যথা করে না ; এব° কুসীদের লোভে ঋণ দেয় না, ও নিদোষের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ করে না ; যে জন এমত আচার করে, লে কদাচ বিচলিত হইবে না । ১৬ গীত । ১ পরমেশ্বরেতে দাযুদের আশ্রয় করণ, ৮ ও অনন্ত পরমায়ুর 온 ত্যাশা করণ । দায়ূদের গুপ্তধনস্বরূপ গীত। ১ হে ঈশ্বর, অামাকে রক্ষা কর, অামি তোমার শর২ থাগত। অামার মন পরমেশ্বরকে কহে, তুমিই প্ৰভু, ৩ তোমা ভিন্ন আমার কিছু মঙ্গল নাই । পৃথিবীতে যে পবিত্র লোকেরা থাকে, তাহারা আমার আদরণীয় ও ৪ পরম সন্তোষের পাত্র। যাহারা ইতর বস্তুর পূজাতে সত্বর হয়, তাহারা আপন ২ যাতনার বৃদ্ধি আপনারা করে ; তাহদের পরের রক্ত অামি উৎসর্গ করিব না, এব°N অাপন ওষ্ঠাথরে তাহীদের নামও c 2 15