3 o o হিভোপদেশ । [১ অধ্যায়। গার্থে লুকাইয়া থাকি, ও নির্দোষদিগকে অকারণে ধরিতে গুপ্ত থাকি ; এবণ পরলোকের ন্যায় তাহণদিগকে জীবন্ত গ্রাস করি, ও থাতে পতিত লোকের ন্যায় বলবানদিগকে গ্রাস করি ; তাহাতে সৰ্ব্বপ্রকার বহুমূল্য দ্রব্য পাইব, ও লুটিত দ্রব্যেতে আপন ২ গৃহ পরিপুর্ণ করিব ; আইস, তুমি আমাদের মধ্যে এক জন অণশী হও ; আমাদের সকলের এক তোড়া হউক ; হে অামার পুত্র, তাহাদের সহিত সেই পথে যাইও না, তাহাদের মাগহইতে তোমার চরণ ফিরাও ; কেননা তাহাদের চরণ কুক্রিয়া করিতে দৌড়ে, ও রক্তপাত করিতে বেগে ধাবমান হয়। পক্ষির দৃষ্টিগোচরে জাল পাতা নিতান্ত বৃথা হয়। তাহারণ আপনাদেরই রক্তপাত করিতে লুকাইয়া থাকে ও আপনাদেরই প্রাণ ধরিতে গুপ্ত থাকে। পরধনগ্রাহি সকলের এই গতি, ১ সেই ধন গ্রাহকেরই প্রাণ নষ্ট করে। প্রজ্ঞা রাজপথে থাকিয়া ডাকে, ও চকে দাড়াইয়া উচ্চৈঃস্বর করে। সে লোকদের প্রধান সমাগমস্থানে আহ্বান করে, এবণ নগরের মুক্ত দ্বারে এই ২ কথা বলে, হে অজ্ঞানেরণ, তোমরা কত দিন অজ্ঞানতা ভাল বাসিবা ? হে নিন্দকেরা, তোমরা কত দিন নি=দণতে সন্তুষ্ট হইবা ? হে নিৰ্ব্বোধ সকল, তোমরা আর কত কাল জ্ঞানকে অবজ্ঞা করিব ? অামার অনুযোগেতে মন ফিরাও ; তাহাতে আমি নিজ আত্মাদ্ধারা তোমাদিগকে অণপ্যায়িত করিব, ও অাপন কথা তোমাদিগকে জ্ঞাত করিব । অামি ডাকিলে তোমরা অাসিতে সমুত হইল না, ও হস্ত বিস্তার করিলে তোমরা কেহ মানিলা না ; কিন্তু আমার তাবৎ পরামর্শ তুচ্ছ করিল, ও আমার অনু 206
- R
- め、○
o, 3
- Go
> So o, & صb ہ" У о R »
- R
R 5 R 3 R &