পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] হিতোপদেশ । * о а ২৬ যোগ শুনিতে ইচ্ছা করিলা না ; এই নিমিত্তে তোমাদের বিপদকালে আমিও হাসিব, ও তোমাদের ভয় উপস্থিত ২৭ হইলে পরিহাস করিব । যখন ঝঞ্ঝার ন্যায় তোমাদের আশঙ্কা উপস্থিত হইবে, ও ঘূর্ণবায়ুর ন্যায় তোমাদের বিপদ আসিবে, ও যখন দুঃখ ও ক্লেশ তোমা২৮ দের প্রতি ঘটিবে ; তৎকালে সকলে আমাকে আহ্বান করিবে, কিন্তু আমি উত্তর দিব না ; তাহারা অামার অন্বেষণ করিবে, কিন্তু আমার উদেশ পাইবে না। ২৯ কারণ তাহারা জ্ঞানকে হেয় জ্ঞান করিত, ও পরমেশ্বর ৩০ বিষয়ক ভয়কে মনোনীত করিত না ; এব°N আমার পরামর্শ গ্রহণ করিত না, ও অামার অনুযোগবাক্য ৩১ সকল তুচ্ছ করিত। অতএব তাহারা আপন ২ কৰ্ম্মের প্রতিফল ভোগ করিবে, ও আপন ২ কুপরামর্শের ৩২ সমপূর্ণ ফল পাইবে। অজ্ঞান লোকদের বিপথগমন তাহাদিগকে বিনষ্ট করিবে, ও মুদিগের নিশ্চিন্ততা ৩৩ তাহাদিগকে বিনাশ করিবে ; কিন্তু যে জন আমার কথা শুনে, সে নিরাপদে বাস করিবে, ও অমঙ্গলের ভয়হইতে বিশ্রাম পাইবে । ২ অধ্যায়। ১ জ্ঞানের দ্বারা রক্ষা পাওন, ১ ০ ও পাপিহইতে নিস্তার, ২০ ও সৎপথে গমন । ১ হে আমার পুত্র, তুমি যদি আমার কথা গ্রহণ কর ২ ও অামার আজ্ঞা মনে রাখ ; এব^ যদি প্রজ্ঞাতে ৩ মনোযোগ কর ও বুদ্ধিতে নিবিষ্টমনা হও ; এব^ যদি সুবিবেচনাকে আহ্বান কর ও বুদ্ধির জন্যে উচ্চৈঃস্বর ৪ কর ; এবণN যদি রূপার ন্যায় তাহার অন্বেষণ কর ও ৫ গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান কর ; তবে পর S 2 207