পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] হিতোপদেশ । * > y ৩০ কেহ তোমার মন্দ না করিলে তাহার সহিত অকারণে ৩১ বিরোধ করিও না। ও উপদ্রবির প্রতি ঈর্ষা করিও না, এব^ তাহার কোন পথ মনোনীত করিও না । ৩২ কেননা থল পরমেশ্বরের ঘৃণার পাত্র ; কিন্তু সরলা৩৩ জুাদের সহিত র্তাহার মিত্রতালাপ হয়। দুষ্ট লোকদের গৃহে ঈশ্বরের অভিশাপ থাকে, কিন্তু ধাৰ্ম্মিকদের ৩৪ নিবাসে আশীৰ্ব্বাদ থাকে। তুচ্ছ কারিদিগকে তিনি তুচ্ছ ৩৫ করেন, কিন্তু নমু লোকদিগকে অনুগ্রহ করেন। জ্ঞানৰানেরা সম্মানের অধিকারী হয়, কিন্তু অজ্ঞানের লজ্জাস্লদরূপে বিখ্যাত হয় । 8 অধ্যায়। ১ সুলেমানের বিনয় কথা, ১ ০ ও সেই কথার ফল, ১৪ ও পাপিহইতে স্বতন্দ্র হইতে বিনয়, ২০ ও সাবধান হইতে বিনয় । ১ হে বালকগণ, পিতার উপদেশ শুন, ও সুবিবেচন। ২ অভ্যাস করিতে মনোযোগ কর । অামি তোমাদিগকে উত্তম শিক্ষা দিব ; আমার ব্যবস্থা ত্যাগ করিও না। ৩ কেননা আমিও আপন পিতার পুত্র, এবণ মাতার ৪ দৃষ্টিতে প্রিয় ও একমাত্র ছিলাম। তিনি এই কথা বলিয়া অামাকে শিক্ষণ দিতেন, তুমি মন দিয়া অামার কথা রক্ষা কর, ও অামার আজ্ঞা সকল পালন কর, ৫ তাহাতে জীবন পাইবা । প্রজ্ঞ উপাৰ্জ্জন কর, ও সুবিবেচনা লাভ কর, তাহ বিস্মৃত হইও না ; আমার শু মুখের কথাহইতে পরাখুথ হইও না। প্রজ্ঞাকে ত্যাগ করিও না, তাহাদ্বারা রক্ষণ পাইবা ; তাহাকে প্রেম ৭ কর, তাহাদ্বারা নিষ্কণ্টক হইব। প্রজ্ঞ সৰ্ব্বশ্রেষ্ঠ, অতএব প্রজ্ঞ উপাৰ্জ্জন কর ; ও তাবৎ লাভহইতে সুবি৮ বেচনা লাভ কর। তাহার প্রশ°Nসা কর, তবে তাহা হইতে উচ্চপদ পাইবা ; ও তাহাকে আলিঙ্গন কর, 211