বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、* 及 হিতোপদেশ । [৪ অধ্যায়। তবে মর্য্যাদা পাইবা। সে তোমার মস্তকে উত্তম ভূষণ ম দিবে ও শোভার মুকুট প্রদান করিবে। হে অামার পুত্র, স্তন, অামার কথা গ্রহণ কর, ১০ তাহাতে তোমার আয়ু বহুবৎসর পরিমিত হইবে। আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাই, ও যথার্থ মার্গে ১১ গমন করাই ! তোমার গমনে পাদ সঙ্কুচিত হইবে ১২ না, ও বেগে গমনকালে বিঘ্ন পাইব না। হিতোপদেশ ১৩ দৃঢ়রূপে গ্রহণ কর, ছাড়িয়া দিও না ; তাহ রক্ষণ কর, কেননা তাহা তোমার জীবন হয়। পাপিদের মার্গে প্রবেশ করিও না, ও দুষ্ট লোকদের ১৪ পথে গমন করিও না । তাহা ত্যাগ কর, তাহার নিটক ১৫ দিয়া যাইও না ; তাহাহইতে বিমুখ হইয়া চলিয়া যাও। কেননা দুষ্কৰ্ম্ম না করিলে তাহদের নিদ্রা হয় না, ও ১৬ কাহাকে ভুষ্ট না করিলে তাহাদের নিদ্রা ভঙ্গ হয়। তাহারা দুষ্টতারূপ অন্ন ভক্ষণ করে ও দৌরাত্ম্যরূপ ১৭ দ্রাক্ষারস পান করে। কিন্তু যে উজ্জ্বল জ্যোতি মধ্যাহ্ন ১৮ পৰ্য্যন্ত উত্তর ২ দেদীপ্যমান হয়, ধাৰ্ম্মিকদের পথ তাহার ন্যায়। দুষ্টদের পথ অন্ধকারের ন্যায় ; তাহারা ১৯ কিসে বাধা পাইবে, তাহ জানে না। হে আমার পুত্র, অামার বাক্যে মনোযোগ কর, ২০ ও আমার কথাতে কর্ণপাত কর। তাহ তোমার চক্ষু- ২১ গোচরহইতে না যাউক, মনের মধ্যে তাহ যত্ন করিয়া রাগী। কেননা যাহারা তাহ পায়, তাহাদের জীবন ২২ ও সৰ্ব্বাঙ্গের স্বাস্থ্য হয়। রক্ষণীয় তাবৎ বস্তু অপেক্ষ ২৩ তোমার অন্তঃকরণ অধিক যত্নেতে রক্ষা কর, কেননা তাহাহইতে জীবনের প্রবাহ জন্মে। মুথের কুটিলতা- ২৪ হইতে পরায়ুথ হও, ও ওষ্ঠাথরের বক্রতা আপনাহইতে দূর কর। তোমার চক্ষু অগ্নে দৃষ্টি করুক, ও ২৫ 212