পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] হিতোপদেশ । > > ○ ২৬ তোমার চক্ষুর পাতা সম্মুখে অবলোকন করুক। তুমি অণপনার পাদবিক্ষেপ বিবেচনা কর, ও তোমার সকল ২৭ মার্গ সরল হউক। দক্ষিণে কি ৰামে বিপথগামী হইও না, মন্দহইতে চরণ নিবৃত্ত কর। ৫ অধ্যায়। ১ সুলেমানের বিনয় কথা, ৩ ও বেশ্যার বিরুদ্ধে কথা, ১৫ ও বিবা হের প্রশ^স । ১ হে আমার পুত্র, অামার প্রজ্ঞার প্রতি মনোযোগ ২ কর ও আমার বুদ্ধির প্রতি কর্ণপাত কর। তাহাতে তুমি পরিণামদৰ্শিতা রক্ষা করিব ও অাপন ওষ্ঠাধরে জ্ঞানের কথা পালন করিব | - ৩ বারাঙ্গনার ওষ্ঠ হইতে মৌচাকের ন্যায় ফোট ২ মধু করে, ও তাহার তালুক তৈল অপেক্ষণও চিকুণ ৪ বটে। কিন্তু তাহার শেষগতি নাগদানার ন্যায় তিক্ত ও ৫ দ্বিধার খড়গের ন্যায় তীক্ষ্ণ হয়। তাহার চরণ মৃত্যুতে শু নামে, ও তাহার পাদবিক্ষেপ কবরে পড়ে। সে জীবনের পথ বিবেচনা করে না, এব০৯ তাহার পাদবিক্ষেপ ৭ চঞ্চল ; সে তাহাতে মনোযোগ করে না। অতএব হে বালকগণ, অামার কথা শুন, অামার মুথের কথাহইতে ৮ পরামুখ হইও না। তুমি তাহাহইতে আপন পথ দূরে ৯ রাখ, তাহার বাটীর দ্বারের নিকটেও যাইও না ; গেলে তোমার সন্তুম অন্যকে, ও তোমার পরমায়ু নিৰ্দ্দয় ১• রিপুকে দত্ত হইবে ; ও বিদেশিরা তোমার ধনেতে আপ্যায়িত হইবে, ও তোমার পরিশ্রমের ফলেতে ১১ বেশ্যার গৃহ পরিপূর্ণ হইবে ; এব° তোমার মাংস ও শরীর ক্ষয় পাইলে শেষে তুমি আর্তনাদ করিয়া ১২ কহিবা ; হায় ২, আমি কেন হিতোপদেশ ঘৃণা করি 213