পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 。 দায়ুদের গীত । [১৭ গীত । লইব না। হে পরমেশ্বর, তুমি আমার অধিকার ও পানপাত্রস্বরূপ, তুমি আমার অণশ স্থির করিয়াছ । অামার নিমিত্তে পরিমাণরজ্জ মনোহর স্থানেতেই পড়িয়াছে, ও অামার অধিকার শোভা পায় । আমি পরমেশ্বরের ধন্যবাদ করিব, কারণ তিনি অামাকে সৎ পরামর্শ দিয়াছেন ; রাত্রিকালে আমার মন আtমাকে প্রবোধ দেয় । অামি সৰ্ব্বদাই পরমেশ্বরকে সম্মুখে রাখি, তিনি অামার দক্ষিণদিগে থাকাতে আমি বিচলিত হইব না। তন্নিমিত্তে আমার মন হৃষ্ট হয়, ও অামার চিন্ত আনন্দেতে গান করে ; আমার শরীর ও প্রত্যাশাতে শয়ন করবে। যেহেতুক তুমি পরলোকে আমার আত্মাকে পরিত্যাগ করিব না, ও নিজ পুণ্যবানকে ক্ষয় পাইতে দিব না। এব^ আমাকে জীবনের পথ দর্শন করাইবা, ও আপনার সম্মুথে যে আনন্দ ও আপনার দক্ষিণে যে অনন্ত সুখ, তাহাতে আমাকে তৃপ্ত করিব । ১৭ গীত । নিন্দার বিষয়ে দায়ুদের আপনাকে নিদোষ করণ, ও অপবাদ কের বিরুদ্ধে তাহার প্রার্থন । দায়ূদের প্রার্থনা। হে পরমেশ্বর, যথার্থ বাক্য শুন, আমার আহ্লানেতে মনোযোগ কর, এব- নিষ্কপট ওষ্ঠহইতে নিৰ্গত অামার এই প্রার্থনা শ্রবণ কর। তোমার সাক্ষাতে অামার বিচারের নিষ্কপত্তি হউক, সরলতার প্রতি তোমার দৃষ্টি বর্ভুক। তুমি আমার মন নিরীক্ষণ করিয়া রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়া আমাকে প রীক্ষা করিয়াছ, তাহাতে দোষ পণও নাই ; এবণ মনের 16 6. o, e. 2 o'