পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ] হিতোপদেশ । * * @ এখন এই কৰ্ম্ম কর ; তুমি আপন বন্ধুর হস্তগত হইলা, অতএব আপন প্রাণকে উদ্ধার কর ; তুমি যাইয়ণ প্রণিই পাত পূৰ্ব্বক আপন বন্ধুকে সাধ্যসাধন কর । তোমার চক্ষুকে নিদ্রা যাইতে দিও না, ও চক্ষুর পাতাকে মুদ্রিত ৫ হইতে দিও না । যেমন হরিণ (ব্যাধের ) করহইতে ও পক্ষী জালিকের হস্ত হইতে পলায়ন করে, তদ্রুপ তুমি আপনাকে মুক্ত কর। ৬ হে অলস, তুমি পিপীলিকার কাছে গিয়া তাহার ৭ ক্রিয়া দেথিয়া জ্ঞান শিক্ষা কর । তাহার শাসনকর্তা ৮ কি অধ্যক্ষ কি প্ৰভু কেহ নাই, তথাপি সে গ্রীযুকালে আপন খাদ্য সংগ্ৰহ করে, ও শস্য কাটনের সময়ে ৯ ভক্ষ্য সঞ্চয় করে। হে অলস, তুমি কত কাল শয়নে ১০ থাকিব ? ও কথন নিদ্রাহইতে উঠিব ? অার অল্প কাল নিদ্রা ও অল্প কাল তন্দ্র ও অল্প কাল শয়নে হস্ত ১১ জড়সড় করিলে, তোমার দৈন্য দসু্যর ন্যায় ও তো মার দীনতা সুসজ্জ সেনার ন্যায় উপস্থিত হইবে। ১২ যে ব্যক্তি দুর্জন, সে ধূৰ্ত্ত, কটুৰাক কহিতে ২ ১৩ বেড়ায় ; ও চক্ষুদ্বারা ইঙ্গিত করে, ও পদের ভঙ্গি দ্বারা ১৪ বুঝায়, ও অঙ্গুলি দিয়া শিক্ষা দেয়। সে অাপন কুটিল অন্তঃকরণে মন্দ চিন্তা করে, ও সৰ্ব্বদা বিবাদের অণ১৫ রোপ করে । অতএব অকস্মাৎ তাহার বিপদ উপস্থিত হইবে, ও প্রতিকার বিন সে হঠাৎ বিনস্ট হইবে । ১৬ অহঙ্কারদৃষ্টি ও মিথ্যাবাদি জিহ্বা ও নিৰ্দোষ রক্তপা১৭ তকারি হস্ত ও কুসঙ্কল্পকারি মন ও কুকৰ্ম্ম করিতে ১৮ দ্রুতগামি চরণ, এবং মিথ্যাবাদি মিথ্যাসাক্ষী ও ভুাতৃ১৯ মধ্যে বিবাদজনক, এই সপ্ত বিশেষতঃ ছয় পরমেশ্বরের ঘৃণিত ; তিনি মনের মধ্যে এই সকলকে বড় ঘূণা করেন । 215