* > 。 হিতোপদেশ । [ণ্ড অধ্যায়। হে অামার পুত্র, তুমি আপিন পিতার আজ্ঞা পা- ২৭ লন কর, ও অাপন মাতার ব্যবস্থা ত্যাগ করিও ন। তাহ সৰ্ব্বদা হৃদয়ে গাথিয় রাগ ও গলদেশে ২১ বন্ধন কর । তাহাতে গমনকালে সে তোমাকে পথ ২২ দেখাইবে, ও শয়নকালে তোমাকে রক্ষা করিবে, ও জাগরণ সময়ে তোমার সহিত আলাপ করিবে। কেননা ২৩ আজ্ঞা প্রদীপ স্বরূপ ও ব্যবস্থা আলোকস্বরূপ ও হিতোপদেশের অনুযোগ জীবনের পথস্বরূপ হইয়ণ দুষ্টা ২৪ স্ত্রীহইতে ও প্রিয়বাদিনী বেশ্যাহইতে তোমাকে রক্ষা করিবে । o তুমি অন্তঃকরণে ঐ স্ত্রীর সৌন্দর্য্য বাঞ্ছা করিও না, ২৫ ও তাহার কটাক্ষেতে ধৃত হইও না। কেননা বেশ্যা- ২২ দ্বারা অন্নাভাবও ঘটে, এবণ পরস্ত্রীদ্বারা মনুষ্যের মহামূল্য প্রাণ ধরা পড়ে। বক্ষঃস্থলে অগ্নি রাখিলে ২৭ কাহার বস্ত্র দন্ধ না হয় ? এবণ প্রজ্বলিত অঙ্গারের ২৮ উপরে গমন করিলে কাহার পদতল দগ্ধ না হয় ? যে জন প্রতিবাসির স্ত্রীতে গমন করে, সে তদ্রুপ হয় ; ২৯ যে কেহ তাহাকে স্ত্রশ করে, সে নিৰ্দ্দোষ হইবে না । যে চোর ক্ষুধিত হইয়া প্রাণ রক্ষার্থে চুরি করে, লো- ৩০ কেরা তাহাকেও উপেক্ষা করে না। ধৃত হইলে চৌ- ৩১ র্য্যের সপ্ত গুণ তাহাকে দিতে হয়, ও আপন গৃহের সৰ্ব্বস্ব হইলেও তাহা দিতে হয় । কিন্তু পরদারগামি ৩২ পুরুষ নিতান্ত নিৰ্ব্বোধ, কেননা সে আপনার প্রাণ অাপনি নষ্ট করে, এব০A দণ্ড ও লজ্জা পায়, তাহার ৩৩ অপমান কখনো ঘচে না। যেহেতুক স্ত্রী বিষয়ক অন্ত- ৩৪ জ্বালাতে স্বামির ক্ৰোধ জন্মে, দণ্ডের দিনে সে ক্ষমা করিত্রে নী ; ও কোন প্রকার পারিতোষিক মানিবে না, এব^ ৩৫ অনেক উৎকোচেও সন্তুষ্ট হইবে না। 216