Y S bo হিতোপদেশ । [৮ অধ্যায়। চিত্রবিচিত্র বস্ত্রে ও মিষ্ট্ৰীয় নানাবর্ণ সূক্ষ্ম বস্ত্রে আপন খাট সাজাইলাম ; এবণ, গন্ধরস ও অগুরু ও দারুচিনি দিয়া আপন শয্যা অামোদিত করিলাম। অাইস, অণমরা প্রভাত পৰ্য্যন্ত কামরসে মত্ত ও প্রেমেতে সুখী হই । কেননা অামার স্বামী ঘরে নাই, দূরপথে গমন করিয়াছে। টাকার তোড়া সঙ্গে লইয়া গিয়াছে, শুক্লপক্ষে গৃহে আসিবে।’ এই রূপ অনেক মধুর বাক্যেতে সে তাহার মন হরণ করিল, ও ওষ্ঠাধরের কোমলতাতে তাহাকে অাকর্ষণ করিল। তাহাতে সে হঠাৎ তাহার পশ্চাৎ গেল ; যেমন গোরু হত হইতে যায়, তদ্রুপ সে রুণু ২ শব্দ পূৰ্ব্বক নিৰ্ব্বোধের দণ্ড পাইতে, কিম্বা বাণদ্বারা বিদ্ধযকৃৎ হইতে গেল। যে পক্ষী ফাদকে প্রাণনাশক ন জানিয়া ফাদে পড়িতে শীঘ উড়ে, সে তাহার তুল্য। অতএব হে বালকেরা, আমার বাক্য শুন, ও অণমার মুখের কথা মান্য কর। তোমার চিত্ত তাহার পথে না যাউক, এবণ তুমি তাহার মার্গে ভুমণ করিও ন। কেননা সে অনেককে হত করিয়া নিপাত করিয়াছে, ও অনেক বলবানকে বধ করিয়াছে। তাহার গৃহ পরলোকের পথ ও মৃত্যুর আলিয়ে প্রবেশকারক। ৮ অধ্যায় । ১ প্রজ্ঞার সুখ্যাতি ও শ্রেষ্ঠতা, ১ ২ ও প্রজ্ঞাদ্বারা পরাক্রম ও ধন, ২২ ও প্রজ্ঞার অনাদিত্ব, ৩২ ও প্রজ্ঞার দ্বারা সুখের বর্ণন।। প্রজ্ঞা কি ডাকে না ; ও বুদ্ধি কি উচ্চৈঃশব্দ করে না? সে পথের পাশ্বে উচ্চস্থানে এব^ চতুর্মম্ভক পথে দাড়ায় ; ও দ্বারে অর্থাৎ নগরের অগ্রভাগে ও দ্বারের প্রবেশস্থানে থাকিয়া উচ্চৈঃস্বরে কহে, হে মনুষ্যগণ, 118 > R ○ デ ఏ R o R »
- R
रे ७ R 3
- Q
R Sa Ro