পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায়।] হিতো পদেশ । Y 3 > ৯ অধ্যায় । ১ তত্ত্বজ্ঞানের আহ্বান, ৭ ও উপদেশ কথা, ১৩ ও অজ্ঞানতার কথা ও ফল । ১ প্রজ্ঞ। আপন গৃহ নিৰ্ম্মাণ করিল ও তাহার সপ্ত স্তন্ত ২ ফুদিল ; এবং পশু মারিয়া ও দ্রাক্ষারস মিশ্রিত করিয়া ৩ আপন ভোজ প্রস্তুত করিল ; এব°N আলপন দাসীদিগকে পাঠাইয়া নগরের উচ্চ স্থানহইতে নিমন্ত্ৰণ করিয়া কহিল, ৪ হে অজ্ঞান, এই স্থানে আইস ; এবং নিৰ্ব্বোধকে ৫ কহিল, আইস, আমার ভোজ্য ভোজন কর, ও অামার ও প্রস্তুত দুীক্ষারস পান কর । অজ্ঞানদের সঙ্গ ছাড়িয়া জীবন রক্ষণ কর, ও সুবিবেচনার পথে গমন কর। ৭ যে জন নিন্দককে শিক্ষা দেয় সেই লজ্জা পায়, এব^ যে জন দুষ্টকে অনুযোগ করে সে কলঙ্ক পায় । ৮ তুমি নিন্দককে অনুযোগ করিও না, করিলে সে তোমাকে ঘৃণা করিবে ; বরণ জ্ঞানবানকে অনুযোগ কর, ৯ তাহাতে সে তোমাকে প্রেম করিবে । জ্ঞানবানকে উপদেশ দিলে সে অারও জ্ঞানবান হইবে, এব°N সাধুকে শিক্ষণ দিলে তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে । ১০ পরমেশ্বর বিষয়ক ভয়ই প্রজ্ঞার আরম্ভ, এব^ ধৰ্ম্ম১১ জ্ঞানই সুবিবেচনা । কেননা আমাদ্বারা তোমার পরমায়ু বৃদ্ধি পাইবে, ও তোমার আয়ুর বৎসর বাড়িবে। ১২ তুমি জ্ঞান পাইলে আপনি তাহার ফল ভোগ করিবা, আর নিন্দক হইলে আপনি দণ্ড পাইব । ১৩ অজ্ঞান স্ত্রী কলহকারিণী ও অবিবেচিক ও নিবুদ্ধি। ১৪ সে আপন গৃহের দ্বারে কিম্বা নগরের উচ্চস্থানে আসন ১৫ পাতিয়া ৰসে ; এবণ সরল পথের পথিকদিগকে ডা১৬ কিয়া বলে, হে অজ্ঞান, এই স্থানে আইল ; এব^ Т 3 121