বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 O 8 হিতোপদেশ । [১৬ অধ্যায়। হয়, তাহার অনুগ্রহ দ্বিতীয় বর্ষার মেঘস্বরূপ। সুৱৰ্ণ- ১৬ লাভ অপেক্ষা জ্ঞানলাভ কেমন উত্তম । এব০ রূপালাভ অপেক্ষ বুদ্ধিলাভ কেমন শ্রেষ্ঠ ! কুক্ৰিয়া ত্যাগ করাই ১৭ সরল লোকদের রাজপথ ; যে জন আপন মার্গের প্রতি মনোযোগ করে, সে নিজ প্রাণ রক্ষণ করে। বিনাশের ১৮ পূৰ্ব্বে অহঙ্কার, ও পতনের পূৰ্ব্বে মনের গৰ্ব্ব হয়। অহঙ্কারিদের সহিত লুটিত দ্রব্য অপশ করণ অপেক্ষ ১৯ নত লোকদের সহিত নমু হওয়া ভাল। কৰ্ম্মপটু লোক ২৪ মঙ্গল পায় ; ও যে জন পরমেশ্বরেতে নির্ভর করে, সে ধন্য। জ্ঞানি লোক বুদ্ধিমান বিখ্যাত হয় ; এব^ মধুর ২১ ওষ্ঠ পাণ্ডিত্যের বৃদ্ধি করে। জ্ঞানির কাছে জ্ঞান জীব- ২২ নের উনূইস্বরূপ; কিন্তু অজ্ঞানদের উপদেশ অজ্ঞানতামাত্র। জ্ঞানবানের হৃদয় তাহার মুখকে শিক্ষণ ২৩ করায়, ও তাহার ওষ্ঠের পাণ্ডিত্যের উত্তরোত্তর বৃদ্ধি করে। মনোহর কথা মনেতে মৌচাকের ন্যায় মিষ্ট ও ২৪ অস্থির মজ্জাস্বরূপ হয়। কোন ২ পথ মানুষের দৃষ্টিতে ২৭ ভাল বোধ হয় ; কিন্তু তাহার শেষে মৃত্যুপথ থাকে। ক্ষুধাই পরিশ্রমি লোককে কৰ্ম্ম করায় ; কারণ তাহার মুথ ২৬ তাহার উপরে ভার রাখে। অকৰ্ম্মণ্য লোক খনন করিয়া ২৭ কুক্রিয়া তোলে, ও তাহার ওষ্ঠে জ্বলন্ত অঙ্গার থাকে। থল বিবাদ জন্মায়, এব০ পরীবাদক মিত্ৰভেদ করে। ২৮ দুৰ্ভূক্ত লোক আপন মিত্রের ভ্রান্তি জন্মায় ও তাহাকে ২৯ কুপথে লইয়া যায়। সে কুচিন্তা করিতে চক্ষু মুদ্রিত ৩৭ করে, ও ওষ্ঠ লাড়িয়া কুকৰ্ম্ম সমুন্ন করে। ধৰ্ম্মপথে ৩১ যাহার যে কেশ পক্ব হয়, সে তাহার শোভার মুকুটম্বরূপ। ক্রোধে ধীর লোক বীর হইতেও ৩২ ন্তম, এবণ যে জন আপিন মনকে জয় করে, সে নগরজয়কারি হইতেও শ্রেষ্ঠ । গুলিবাট বস্ত্রে ফেলা ৩৩ 234