হিতোপদেশ । [১৯ অধ্যায়। مي (3 3 হারা তাহা ভাল বাসে, তাহারা তাহার ফল ভোগ করে। যে জন ভাৰ্য্যা পায়, সে পরম বস্তু পায়, এব^ ২২ পরমেশ্বরের অনুগ্রহও প্রাপ্ত হয়। দরিদ্র লোক বিনয় ২৩ করে ; কিন্তু ধনবান কঠিন উত্তর দেয়। যাহার অনেক ২৪ বন্ধু আছে, তাহার ক্ষতি হয় ; তথাপি ভুতো অপেক্ষা প্রেমাসক্ত এক বন্ধু আছে। >> マエ気丁督l দুৰ্ম্মৰ্থ f লোক অপেক্ষ সরলাচারি দরিদ্র লোক ১ ভাল। জ্ঞানহীন ব্যগ্রতা ভাল নয়, এব^ যে হঠাৎ পাদবিক্ষেপ করে সে পাপ করে। অজ্ঞানত মানুষকে ৩ বিপথগামী করে, ও তাহার মন পরমেশ্বরের বিরুদ্ধে ক্রুদ্ধ হয়। ধনদ্বারা অনেক বন্ধুলাভ হয় ; কিন্তু দরিদ্র আপন বন্ধুহইতে দূরীকৃত হয়। মিথ্যাসাক্ষী দণ্ড এড়ায় না, ও মিথ্যাবাদী বাচিতে পারে না। অনেক লোক রাজার স্তুতিবাদ করে, এবণ সকলে দাতার বন্ধু হয়। সহোদরগণও দরিদ্রকে ঘৃণা করে, এব^ বন্ধুগণ তাহা- ৭ হইতে দূরস্থ হয় ; সে তাহাদের বাক্যের ফল অন্বেষণ করিলে কিছুই পায় না। যে জন জ্ঞান পায়, সে আপন ৮ প্রাণেতে প্রেম করে ; ও যে কেহ বুদ্ধি রক্ষণ করে, সে সৌভাগ্য পায়। মিথ্যাসাক্ষী দণ্ড এড়ায় না, এবণ ৯ । মিথ্যাবাদী বিনাশ পায়। যেমন অজ্ঞানের সুখভোগ ১০ শোভা পায় না, তদ্রুপ রাজগণের উপরে দাসের কর্তৃত্ব শোভা পায় না। মানুষ বিবেচনাদ্বারা আপন ক্রোধ ১১ সম্বরণ করে, এব°N দোষ ক্রমণ করা তাহার শোভাস্বরূপ। রাজার ক্রোধ সিংহগর্জনের তুল্য ; কিন্তু তা- ১২ হার অনুগ্রহ তৃণের উপরিস্থ শিশিরের ন্যায়। মূৰ্খ পুত্ৰ ১৩ পিতার দুঃখদায়ক, এব^ শ্রীর কলহ নিত্য ফোট ২ 238 R &
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/২৪৪
অবয়ব