১৯ অধ্যায়।] হিতোপদেশ। * ○。 ১৪ জলপতনের সদৃশ। পিতাহইতে বাট ও ধন প্রাপ্ত হয় ; কিন্তু জ্ঞানবতী স্ত্রী পরমেশ্বর হইতে প্রাপ্ত হয়। ১৫ আলস্য ঘোর নিদ্রাজনক, এবং অলস লোক ক্ষুধা SB BB BBBS B BB BBBS BBBB BBBSB BBB প্রাণ রক্ষা করে ; এব° যে কেহ অাপন পথের উপেক্ষা ১৭ করে, সেই মরে। যে জন দরিদ্রদিগকে দয়া করে, সে পরমেশ্বরকে ঋণ দেয় ; তিনি অবশ্য সেই দানের পরি১৮ শোধ করবেন। আশা থাকিলে পুত্রের প্রতি শাসন করে ; তোমার মন তাহার মরণের ইচ্ছা ন করুক। ১১ অতি রাগি লোক শাস্তি পায়, কারণ তাহাকে মুক্ত ২০ করিলেও সে পুনৰ্ব্বার দোষ করে। তুমি শেষাবস্থায় যেন জ্ঞানবান হও, তন্নিমিত্তে পরামর্শ শুন ও উপদেশ ২১ গ্রহণ কর। মানুষের মনে ২ অনেক কল্পনা হয়, কিন্তু ২২ পরমেশ্বরেরই মন্ত্রণ স্থির থাকে। সৌজন্য মনুষ্যের ভূষণ, এবং মিথ্যাবাদি অপেক্ষ দরিদ্র লোক ভাল । ২৩ পরমেশ্বর বিষয়ক ভয় জীবনদায়ক, তদধিকারী তৃপ্ত ২৪ হয় ; আপদ তাহার নিকটেও যায় না। অলস থালে হস্ত রাগিলে পুনৰ্ব্বার মথে দিতে উদ্যোগ করে না ; ২৫ নিন্দককে প্রহার করিলে জড়মতি লোক সতর্ক হয়। এবPA বুদ্ধিমানকে অনুযোগ করিলে সে উত্তর ২ জ্ঞান২৬ বান হয়। যে পুত্ৰ অলপন পিতার অপচয় করে ও মাতাকে দূর করে, সে লজ্জাকর ও অপমানজনক। ২৭ হে অামার পুত্র, যে উপদেশ জ্ঞানের কথাহইতে তোমাকে ভূমণ করায়, তাহার শ্রবণহইতে নিবৃত্ত ২৮ হও । নারকি সাক্ষী বিচারকে পরিহাস করে, ও ২৯ দুষ্টগণের মুখ অধৰ্ম্ম গ্রাস করে। নিন্দকদের নিমিত্তে দণ্ড প্রস্তুত আছে, এবং মূখদের পৃষ্ঠের নিমিত্তে প্রহার অাছে। 239
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/২৪৫
অবয়ব