২২ অধ্যায়।] হিতোপদেশ । * 8 ○ য়িকা স্ত্রীর সঙ্গ অপেক্ষণ মরুভূমিতে বাস করা ভাল । ২০ জ্ঞানবান লোকদের গৃহে উত্তম ধন ও তৈল সঞ্চিত ২১ থাকে ; কিন্তু মূৰ্খ লোক তাহ অপচয় করে। যে কেহ ধৰ্ম্মের ও অনুগ্রহের পশ্চাদ্বত্তী হয়, সে জীবন ও ধৰ্ম্ম ২২ ও সম্মান পায় । জ্ঞানী বলবানদের নগরে প্রবেশ করে, ২৩ এব^ তাহার শক্ত গড় নিপাত করে। যে কেহ অাপনার মুখ ও জিহ্বা রক্ষা করে, সে কষ্টহইতে আপন ২৪ প্রাণকে রক্ষণ করে। অভিমানি সূচীত লোক নিন্দক নামে বিখ্যাত হয় ; সে অত্যাচার পূৰ্ব্বক দপ করে। ২৫ অলস অ্যাপন ইচ্ছাদ্বারা বিনষ্ট হয়, কেননা তাহার ২৬ হস্ত শ্রম করিতে অসম্মত ; সে সমস্ত দিন নানা লোভ করে ; কিন্তু ধাৰ্ম্মিক দান করে, তাহাতে কাতর হয় ২৭ না। দুষ্টদের বলিদান ঘৃণাল্পদ, বিশেষতঃ তাহ কুঅ২৮ ভিপ্রায়ে আনিলে কি ততোধিক হয় না ? মিথ্যাসাক্ষী ২৯ বিনষ্ট হয় ; কিন্তু যে কেহ শুনে, সে সৰ্ব্বদা কহে। দুষ্ট লোক আপন মুখ দৃঢ় করে ; কিন্তু যে লোক সরল ৩০ সেই আপন পথ দৃঢ় করে। পরমেশ্বরের বিরুদ্ধে যে সার্থক হয়, এমত জ্ঞান বা বুদ্ধি বা মন্ত্রণা কুত্ৰাপি ৩১ নাই। যুদ্ধের দিনের জন্যে অশ্বসজ্জা হয় ; কিন্তু জয় পরমেশ্বর হইতে হয়। ২২ অধ্যায়। ১ প্রচুর ধন অপেক্ষ সুখ্যাতি ভাল ; এবণ রূপা ও ২ সুবর্ণ অপেক্ষা অনুগ্রহ ভাল। ধনবান ও দরিদু উভয়ে ৩ মিলে, কিন্তু পরমেশ্বর উভয়ের সৃষ্টিকৰ্ত্তা। সতর্ক্স লোক বিপদ দেথিয় আপনাকে লুক্কায়িত করে ; কিন্তু মন্দ ৪ বুদ্ধির আগে যাইয়া শাস্তি পায়। ধন ও সম্মান ও ৫ জীবন নমুতার ও পরমেশ্বর বিষয়ক ভয়ের ফল। বক্র x 2 2.13
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/২৪৯
অবয়ব