পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৫০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 8 8 হিতোপদেশ । [২২ অধ্যায়। পথগামিদের পথে কণ্টক ও ফাদ থাকে ; যে কেহ অাপন প্রাণ রক্ষা করিতে চাহে, সে তাহণদের হইতে দরে থাকুক। বালককে তাহার গন্তব্য পথ শিক্ষা দেও ; তাহাতে সে যখন প্রাচীন হইবে, তখনও তাহ ছাড়িবে ন। ধনবান দরিদুগণের উপরে কর্তৃত্ব করে, এব^ ঋণী মহাজনের দাস হয়। যে জন অধৰ্ম্মবীজ বপন করে, সে দুৰ্গতিরূপ শস্য কাটে, ও তাহার কোপযুক্ত দণ্ড প্রস্তুত আছে। সুদৃষ্টি লোক আশীৰ্ব্বাদ পায় ; কারণ সে দরিদুকে আপন খাদ্যের অংশ দেয়। নিন্দককে তাড়াইয়া দিলে বিবাদ বাহিরে যায় ; এবণ\ বিরোধ ও অপমান নিবৃত্তি হয়। যে জন মনের নিৰ্ম্মলতা ভাল বাসে, তাহার ওষ্ঠের মিষ্টতা প্রযুক্ত রাজাও তাহার বন্ধু হয়। পরমেশ্বরের চক্ষু জ্ঞান রক্ষা করে ; তিনি প্রবঞ্চক লোকের কথা অন্যথা করেন। অলস বলে, বাহিরে সি^হ আছে, আমি রাজপথে হত হইব। বারাঙ্গনার মুখ গভীর খাতস্বরূপ ; পরমেশ্বরের ক্রোধ পাত্র তন্মধ্যে পড়ে। বালকের মনে অজ্ঞানতা বদ্ধ থাকে, কিন্তু শাসনদণ্ডদ্বারা তাহা তাহাহইতে দরে যায়। যে জন আপন ধন বৃদ্ধি করিতে দরিদ্রের প্রতি উপদুব করে, ও যে জন ধনবানকে দান করে, তাহাদের দরিদুত অবশ্য হইবে। কৰ্ণ পাতিয়ণ জ্ঞানবানদের কথা শুন ও আমার উপদেশে মনোযোগ কর। কেননা তাহা তোমার অন্তরে থাকিলে সুখদায়ক হইবে, ও তোমার ওষ্ঠকে শোভিত করিবে। পরমেশ্বরে তোমার বিশ্বাস যেন স্থির হয়, এই জন্যে অামি তোমাকে অদ্য এই সকল কথা জানাইতেছি । আমি যেন তোমাকে সত্য বাক্যের সত্যতা জানাই, এব০ কেহ তোমাকে ডাকিয়া পাঠাইলে 244

  • , о

• ?

  • &
  • 3
  • め○。

o So 》 be o o ९०