পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ অধ্যায়।] হিতে পদেশ । * @ 9 ১৩ নুবর্তি কর্ণের প্রতি জ্ঞানবান ভৎ সনাকারী । শস্য কাটনের সময়ে যেমন হিমের সুি স্থত, তদ্রুপ প্রেরকের নিকটে বিশ্বস্ত দূত; যেহেতুক সে অাপন কৰ্ত্তার প্রাণকে ১৪ আপ্যায়িত করে। যে কেহ মিথ্যা দান বিষয়ে দপ ১৫ কথা কহে, সে নিৰ্জ্জল মেঘ ও বায়ুস্বরূপ। দীর্ঘসহিষ্ণুতাদ্বার রাজাও অনুমতি হয়, এবণ কোমল জিহ্বা ১৬ অস্থি ভগ্ন করিতে পারে। মধু পাইলে পরিমিত রূপে পান কর; নতুবা তোমার ঘূণা জন্মিলে তুমি তাহ ১৭ বমি করিবণ। তোমার প্রতিবাসির গৃহে পুনঃ ২ গমনহইতে তোমার চরণকে নিবৃত্ত কর ; নতুবা তাহার ১৮ ঘূণা জন্মিলে সে তোমার শত্ৰু হইবে। যে কেহ প্রতিবাসির বিরুদ্ধে মিথ্য সাক্ষ্য দেয়, সে গদ ও খড়গ ও ১৯ তীক্ষ্ণ বাণস্বরূপ। যেমন ভয় দন্ত ও থ" চরণ, তদ্রুপ ২০ কষ্টের সময়ে প্রতারক লোকেতে বিশ্বাস । দুঃখি মনের নিকটে গান করা শীতকালে বস্ত্রত্যাগের ন্যায় ও ২১ সোরার উপরে অম্লরস দেওনের তুল্য। তোমার শত্র যদি ক্ষুধিত হয়, তবে তাহাকে অন্ন ভোজন করাও? এবণ যদি তৃষ্ণাযুক্ত হয়, তবে তাহাকে জল পান ২২ করাও ; তাহাতে তুমি তাহার মস্তকে জ্বলদগ্নি রাশি করিয়া রাখিবা, এব০ পরমেশ্বর তোমাকে ফল ২৩ দিবেন। উত্তরীয় বায়ু যেমন বৃষ্টি দূর করে, তদ্রুপ ২৪ ক্ৰোধদৃষ্টি কর্ণেজপ জিহ্বাকে দূর করে। কলহকারিণী স্ত্রীর সহিত প্রশস্ত বাটীতে বাস করা অপেক্ষ বরণ ২৫ ছাতের এক কোণে বাস করা ভাল। পিপাসার্চ লোকের পক্ষে যেমন শীতল জল, দূরদেশহইতে মঙ্গ২৬ লসমাচার তদ্রুপ। দুষ্টের সম্মুখে ধাৰ্ম্মিকের পতন ২৭ ঘোলা জলের অাকর ও মলিন উনুই স্বরূপ। অনেক মধু পান করা যেমন ভাল নয়, তদ্রুপ গৌরবের অন্বে 251