পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ অধ্যায় ] হিতোপদেশ । ९ 6 ७ ১৫ অলস তাপন শয্যাতে ফিরে । অলস থালে হস্ত রাথিলে পূনৰ্ব্বার মুখে দিতে তাহার ক্লেশ বোধ হয়। ১৬ সৎ পরামশি সাত জন অপেক্ষা অলস আপনাকে অধিক জ্ঞানবান করিয়া মানে। ১৭ যে জন পথে যাইতে ২ পরের বিবাদে হস্ত দেয়, ১৮ সে কুকুরের কর্ণগ্ৰাহি লোকের সদৃশ। যে পাগল ১৯ অঙ্গার ও মৃত্যুজনক বাণ নিক্ষেপ করে, এবণ যে জন প্রতিবাসিকে প্রতারণা করিয়া বলে, আমি কি খেলি ২০ করিতেছি না ? এই উভয় লোকই সমান। যেমন কাঠের অভাবে অগ্নি নিৰ্ব্বাণ হয়, তদ্রুপ কর্ণেজপের ২১ অভাবে বিরোধ থাকে না। যেমন জ্বলন্ত অঙ্গারের প্রতি অঙ্গার ও অগ্নির প্রতি কাষ্ঠ, তদ্রুপ বিরোধবৃদ্ধির ২২ প্রতি বিরোধি লোক। কণে জপের কথা মিষ্টান্নস্বরূপ, ২৩ তাহ অন্তঃকরণের অভ্যন্তরে প্রবিষ্ট হয়। স্তুতিকর ওষ্ঠ ও দুষ্টান্তঃকরণ লোক রৌপ্যপাত্ৰ মণ্ডিত থাপরা২৪ স্বরূপ। ঘূণাকারি লোক মনের মধ্যে প্রতারণ রাথিয়া ২৫ ওষ্ঠেতে কাপট্যকথা কহে । সে মধুর কথা কহিলে তাহাতে বিশ্বাস করিও না ; কারণ তাহার অন্তঃকরণ ২৬ ঘৃণ্য বস্তুতে পরিপূর্ণ অাছে। যাহার ঘৃণা কপটতাতে ২৭ অাছন্ন, তাহার দোষ সভাতে প্রকাশিত হয় । যে জন থাত খুদে সে তন্মধ্যে পতিত হয় ; ও যে কেহ প্রস্তর ২৮ গড়ায়, তাহা তাহারই প্রতি ফিরে । মিথ্যাবাদি জিহ্বা যাহাকে ক্লেশ দেয়, তাহাকেই ঘূণা করে ; ও স্তুতিকর মুখ বিনাশের কৰ্ম্ম করে। ২৭ অধ্যায়। ১ আত্মশ্লাঘা ও ক্রোধের কথা, ৫ ও সত্য প্রেমের কথা, ১১ ও বিঘ্ন না জন্মাওনের কথা, ২৩ ও গৃহকর্মের কথা ১ কল্যের বিষয়ে গৰ্ব্বকথা কহিও না ; কেননা এক দিনের в. т. s.) Y 253