২৯ অধ্যায় ।] হিতোপদেশ । * & १ ১৮ হইও না । যে কেহ সরল পথে গমন করে, সে রক্ষণ ১৯ পায় ; কিন্তু বক্রপথগামী অকস্মাৎ পতিত হয় । যে জন আপন ভূমির চাস করে, সে যথেষ্ট অাহার পায় ; কিন্তু যে জন অলসদিগের অনুগামী, তাহার যথেষ্ট ২০ অকুলান হয়। বিশ্বস্ত লোক অনেক আশীৰ্ব্বাদ পায় ; কিন্তু হঠাৎ ধনবান হইতে উদযোগি লোক নির্দোষ ২১ নয়। বিচারে পক্ষপাত করা উচিত নয়, তাহা করিলে ২২ লোক এক খণ্ড রুটার নিমিত্তেও দোষী হইবে। কুদৃষ্টি মানুষ শীঘু ধনবান হইতে উদযোগী হয় ; কিন্তু তাহার প্রতি যে দরিদ্রতা আসিতেছে, তাহা সে বিবেচনা করে ২৩ না। জিহ্বাতে প্রিয়বাদি লোক অপেক্ষ ভ<লনাকারি ২৪ লোক শেষে অনুগ্রহ পায়। যে জন আপন পিতামাতার ধন চুরি করিয়া বলে, ইহাতে পাপ নাই, সে বি২৫ নাশকের মিত্র। অহঙ্কারি লোক বিরোধজনক ; কিন্তু ২৬ পরমেশ্বরের শরণাপন্ন লোক আপ্যায়িত হয়। যে জন আপন মনেতে নির্ভর দেয়, সে অজ্ঞান; কিন্তু যে কেহ ২৭ প্রজ্ঞারূপ পথে চলে, সে রক্ষণ পায়। যে জন দরিদ্রকে দান করে, তাহার দরিদ্রতা ঘটে না ; কিন্তু যে জন তাহার প্রতি চক্ষু মুদে, সে অনেক অভিশাপ পায় । ২৮ দুষ্ট লোকের উন্নতি পাইলে অন্য লোক লুক্কায়িত থাকে ; কিন্তু তাহারা নষ্ট হইলে ধাৰ্ম্মিকদের বৃদ্ধি হয়।
- > マエーUTーII
যে জন পুনঃ ২ অনুযোগ পাইয়াও গ্রীব। নত করে না, সে হঠাৎ উচ্ছিন্ন হইবে, তাহার প্রতিকার হইবে না। ২ সাধুগণ উন্নতি পাইলে প্রজাদের আনন্দ হয় ; কিন্তু দুষ্ট ৩ জন কর্তৃত্ব করিলে প্রজার দুঃখিত হয়। যে জন প্রজ্ঞাতে প্রেম করে, সে পিতার আনন্দদায়ক হয় ; কিন্তু যে Y 3 257