৩১ অধ্যায় ।] হিতোপদেশ । * や > সপের গতি শৈলে, ও জাহাজের গতি সমুদ্রেতে, এবং ২০ পুরুষের গতি যুবতিতে। ব্যভিচারিণীর গতিও তদ্রুপ ; সে থাইয়া মুখ পুছিয়া বলে, আমি পাপ করি নাই। ২১ তিন বস্তুহইতে পৃথিবী উদ্বিগ্ন হয়, বরণ চারিও সহিতে ২২ পারে না ; অর্থাৎ কর্তৃত্বকারি দাসকে, ও ভক্ষ্যেতে ২৩ পরিতৃপ্ত মূৰ্খকে ; ও পত্নীর পদ প্রাপ্ত ঘৃণিত স্ত্রীকে, ২৪ ও স্বকত্রীর স্থান প্রাপ্ত দাসীকে। পৃথিবীতে চারি বস্তু ২৫ অতি ক্ষুদ্র হইলেও অতি জ্ঞানবান হয় ; অর্থাৎ পিপীলিকাগণ শক্তিমান না হইলেও গ্রীযুকালে আহার ২৬ সঞ্চয় করে ; এবণ। শাফন জন্তগণ বলবান ন হইলেও ২৭ পাষাণস্থলে গৃহ বাধে পঙ্গপাল ফড়িঙ্গদিগের যদ্যপি রাজা নাই, তথাপি তাহারা বৃহরচনাতে ২৮ গমন করে ; এব০ টিকটিকি হস্তপদদ্বারা ভিত্তি ধরে ২১ ও রাজার অট্টালিকাতেও থাকে। আর তিন সুন্দর ৩০ গমন করে, বরণ চারিও সুন্দর রূপে চলে ; অর্থাৎ কাহারে হইতে পরাজুথ হয় না, এমত পশুরাজ সি^হ ; ৩১ এবণ বদ্ধকটি যুদ্ধের অশ্ব, ও ছাগ, ও অজেয় রাজা । ৩২ তুমি যদি অহঙ্কার প্রযুক্ত অজ্ঞানের কৰ্ম্ম করিয়া থাক ও কোন দুশ্চিন্তা করিয়া থাক, তবে মুখে হস্ত দেও। ৩৩ কেননা যেমন দুগ্ধ মন্থনেতে নবনীত জন্মে, ও নাসিক পীড়নেতে রক্ত বাহির হয়, তেমনি ক্রোধের চালনেতে বিরোধ জন্মে। ৩ ১ অধ্যায়। ১ লিমুয়েল রাজার মাতার উপদেশকথা, ১০ ও উত্তম স্ত্রীর বর্ণনা। ১ লিমুয়েল রাজার কথা। তাহার মাতা তাহাকে এই ২ ধৰ্ম্মোপদেশ শিক্ষা দিয়াছিল। হে আমার পুত্র, হে আমার গন্তুজাত বালক, হে আমার মানতের ফল261
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/২৬৭
অবয়ব