বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ৩ ২ হিতোপদেশ । [৩১ অধ্যায় । স্বরূপ পুত্র, আমি কি কহিব ? তুমি স্ত্রীগণকে আপন ৩ শক্তি ও রাজবিনাশকারিণীগণকে আপন গতি দিও না । হে লিমুয়েল, মদ্যপান রাজাদের উচিত নয়, এবণ সূরাপানে আশক্ত হওয়া নৃপতিদের উচিত নয়। পান করিলে তাহারা বিধি বিস্মৃত হইবে, ও সকল দুঃথি লোকের প্রতি অন্যায় করবে। মৃতকল্প জনকে সূরা ও দেও, ও ক্ষুণ্ণমনা লোককে দক্ষিণরস দেও। সে পান করিয়া আপন দীনতা বিস্মৃত হউক, ও আপনার ক্লেশ অণর মনে না করুক। তুমি বোৰণ লোকদের পক্ষে ও তাবৎ দীনহীন লোকের বিচারে অাপন মুখ খুল ৷ মুখ থুলিয়। ধৰ্ম্মবিচার কর, এবং দরিদু ও দীনহীনদের বিচার কর । গুণবতী স্ত্রীকে কে পাইতে পারে ? পদ্মরাগমণি- ১০ হইতেও তাহার অধিক মূল্য। তাহার স্বামী মনের ১১ সহিত তাহাতে বিশ্বাস করে, ও তাহার লাভের অভাব হয় না। সে যাবজ্জীবন মঙ্গল বিনা কখনো স্বামির ১২ অমঙ্গল করে না । সে মেষলোম ও মসিন অন্বেষণ ১৩ করে, ও আনন্দে আপন হস্তে সকল কৰ্ম্ম করে। সে ১৪ বাণিজ্যের জাহাজের ন্যায় দূরহইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করে। সে রাত্রি থাকিতে উঠিয়া পরিজন- ১৫ দিগকে খাদ্য ও দাসীদিগকে নিরূপিত কৰ্ম্ম দেয়। সে ১৬ ক্ষেত্রের বিষয়ে বিবেচনা করিয়া তাহী ক্রয় করে, ও অাপন হস্তের ফল দিয়া দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করে। সে ১৭ বলেতে কটি বন্ধন করে, ও আপন বাহু বলবান করে। সে অাপন ব্যবসায়ের উত্তম ফল আস্বাদন করে, রণ- ১৮ ত্রিতে তাহার প্রদীপ নিৰ্ব্বাণ হয় না। সে টেকুয়াদ্বারা ১৯ আপন হস্তে কৰ্ম্ম করে, ও হস্ত দিয়া পাজ ধরে। সে ২০ দরিদ্রের প্রতি মুক্তহস্ত হয়, ও দীনহীনদের প্রতি হস্ত 262 R bo >