৩১ অধ্যায়। ] হিতোপদেশ । ২ ৬৩ ২১ বিস্তার করে। সে পরিবারের বিষয়ে শীতকালহইতে ভয় পায় না ; কারণ তাহার তাবৎ পরিজন লালবর্ণ ২২ শীতবস্ত্র পরিধান করে । সে আপনার নিমিত্তে বিচিত্র আচ্ছাদনবস্ত্ৰ নিৰ্ম্মাণ করে, ও শুক্লপউ ও রক্তবর্ণ বস্ত্রে ২৩ বস্ত্রান্বিত হয়। তাহার স্বামী দেশীয় প্রাচীনদের সহিত ২৪ বসিয়া বিচারসভাতে পরিচিত হয়। সে মসিনার বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করে। ও বণিকৃদের কাছে ২৫ পটুক বিক্রয় করে। বল ও মর্যাদা তাহার বস্ত্রস্বরূপ হয়, সে ভবিষ্যৎকালের বিষয়ে আনন্দ করে । ২৬ সে মুখ থুলিয়া জ্ঞানের কথা কহে, তাহার জিহ্বাগ্রে ২৭ অনুগ্রহের ব্যবস্থা থাকে। সে আপন পরিবারের আচরণে মনোযোগ করে ও আলস্যের খাদ্য থায় ন} । ২৮ তাহার সন্তানগণ উঠিয়া তাহার ধন্যবাদ করে, ও তা২৯ হার স্বামীও তাহার এই রূপ প্রশ°Nসা করে ; “ অনেক রমণী ভাল কৰ্ম্ম করিয়াছে বটে, কিন্তু তুমি সৰ্ব্বাপেক্ষ ৩০ শ্রেষ্ঠ । লাবণ্য মিথ্যা, ও সৌন্দর্য্য অসার, কিন্তু পর৩১ মেশ্বরহইতে ভীতা যে স্ত্রী সেই প্রশ^সনীয়। তাহার হস্তের ফল তাহাকে দেও, ও বিচারসভাতে তাহার ক্রিয়ার প্রশণসী হউক।