পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ গীত। ] দায়ুদের গীত । ২৫ হারা তোমার বিরুদ্ধে দুশ্চিন্তা করিল, এবণ কুমন্ত্রণ ১২ করিল; কিন্তু তাহারা কৃতকার্ষ্য হইবে না। তুমি তাহাদিগকে পরাজুথ করিব, ও তাহাদের মুখের দিগে ১৩ ধনুগুণে বাণ যোজনা করিব। হে পরমেশ্বর, তুমি নিজ বলেতে উন্নত হও, আমরা তোমার পরাক্রমের গান ও প্রশ৭সা করিব । २ १ १ीउ । ১ খ্রীষ্টের নিদর্শনস্বরূপ দ্বীয়দের রিলপি, ১৯ ও প্রার্থনা, ২২ ও প্রশ৭সা করণ। প্রধান বাদ্যকরকে দাতব্য অরুণের মৃগী নামক স্বরযুক্ত দায়ুদের এক ধর্মগীত। ১ হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ ? ও অামার রক্ষা ও অাৰ্ত্ত২ নাদহইতে কেন দূরে থাক? হে আমার ঈশ্বর, আমি দিনেতে আহ্বান করি, কিন্তু তুমি উত্তর দেও না, রাত্রি৩ তেও করি, তথাপি আমার বিরাম হয় না। কিন্তু তুমিই পৰিত্র, এব^ ইসুয়েলের কৃত প্রশ৭ল তোমার ৪ সিংহাসনস্বরূপ। আমাদের পূৰ্ব্বপুরুষের তোমাতে বিশ্বাস করিত, তাহারা বিশ্বাস করাতে তুমি তাহাদি৫ গকে উদ্ধার করিত। তাহারা তোমাকে আহ্বান করিয়া রক্ষা পাইত, এব০ তোমাতে বিশ্বাস করিয়া লজ্জিত ও হইত না। কিন্তু আমি কোন কীটের কীট, মনুষ্যের মধ্যেও গণ্য নই, ও মনুষ্যদের নিন্দাল্পদ, ও প্রজাদের ৭ তুচ্ছতার পাত্র। যে সকল লোক আমাকে দেখে, তাহারা অামাকে বিদ্রুেপ করে, ও ওষ্ঠ বক্র করিয়া মস্তক ৮ লাড়িয়া কহে, সে পরমেশ্বরেতে আপন ভার অপর্ণ করুক ; তিনি তাহাকে নিস্তার করুন ; তিনি যদি তাহাতে B. T. S. D 25