বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R b দায়ুদের গীত । [২২ গীত। সন্তুষ্ট হন, তবে তাহাকে রক্ষণ করুন ? তুমি আমাকে ৯ মাতৃগৰ্ত্তহইতে উদ্ধার করিয়াছ, ও মাতৃস্তন পান করণ সময়েও আমার আশ্রয় হইয়াছ। গৰ্ত্ত হইতে নিঃসৃত ১৭ হওনাবধি আমি তোমাতে সমৰ্পিত আছি, ও অামার মাতৃগৰ্ত্তস্থ হওনাবধি তুমি আমার ঈশ্বর হইয়াছ। আমাহইতে দূরবত্তী হইও না, কেননা আমার দুঃখ ১১ উপস্থিত হইল, ও উপকার করে এমত কেহই নাই। অনেক বৃষ আমাকে বেষ্টন করে, ও বাশনের বলবান ১২ বৃষ সকল আমাকে ঘেরে। তাহার। গজ্জনকারি বিদা- ১৩ রক সিংহের ন্যায় আমার প্রতি মুখ ব্যাদান করে। অামি পতিত জলস্বরূপ হইয়াছি, ও অামার তাবৎ ১৪ অস্থি খসিয়াছে, ও আমার অন্তঃকরণ মোমের ন্যায় হইয়া উদর স্থ নাড়ীর মধ্যে গলিত হইয়াছে। অামার ১৫ বল খোলার ন্যায় শুষ্ক হইয়াছে, ও তালুতে আমার জিহ্বা রুদ্ধ হইয়াছে ও তুমি মৃত্যুর ধূলাতে আমাকে নিপাত করিতেছ। কুকুরেরা আমাকে ঘেরে, ও দুষ্টদের ১৬ জনতা আমাকে বেড়ে, ও অামার হস্তপাদ বিদ্ধ করে । অামি আপনার তাবৎ অস্থি গণনা করিতে পারি, ১৭ এৰণ লোকেরা আমার প্রতি দৃষ্টি করিয়া অবলোকন করে। তাহারা আপনাদের মধ্যে আমার পরিধেয় ১৮ বস্ত্র বিভাগ করে, এব°N আমার উত্তরীয় বস্ত্রের জন্যে গুলিবাট করে। হে পরমেশ্বর, আমাহইতে দূরে থাকিও না, তুমিই ১৯ অামার বল, আমার উপকার করিতে ত্বরণ কর । খড়গহইতে আমার প্রাণকে, ও কুকুরের হস্তহইতে ২৪ আমার অনাথ প্রাণকে রক্ষণ কর। সি হের মুখ- ২১ হইতে আমাকে উদ্ধার কর, ও গাণ্ডারের শৃঙ্গহইতে নিস্তার কর । 26