পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ গীত।] দায়ূদের গীত । ২ ৭ ২২ আমি আপন ভুাতৃগণের কাছে তোমার নাম প্রকাশ করিব, ও মণ্ডলীর মধ্যে তোমার প্রশ°Nসা ২৩ করিব। হে পরমেশ্বরের ভক্ত লোক সকল, তোমরা তাহার প্রশ৭সা কর ; হে যাকুবের তাবৎ বণশ, তোমরা তাহার সমাদর কর ; হে ইসুয়েলের তাবৎ ২৪ বণশ, তোমরণ র্তাহাকে ভয় কর । কেননা তিনি দুঃথি লোকের দুঃথকে তুচ্ছনীয় কিম্বা অগ্রাহ্য জ্ঞান করিলেন না, এব^ তাহাহইতে আপনার মুখ আচ্ছাদন করিলেন না, বর^ আহ্বান করিবামাত্র তাহার নিবেদন ২৫ শুনিলেন। মহামণ্ডলীতে তুমি আমার প্রশ৭সার ভূমি হইবা, আমি তোমার ভয়কারি লোকদের সাক্ষাতে ২৬ আপন মানত সকল পূর্ণ করিব। তাহাতে নমু লোকেরা ভোজন করিয়া তৃপ্ত হইবে, এবণ পরমেশ্বরের অন্বেষণকারি লোকেরা তাহার গুণানুবাদ করিবে, ও ২৭ তাহীদের মন নিত্যজীবী হইবে। পৃথিবীর প্রান্তস্থিত সকলে পরমেশ্বরকে স্মরণ করিয়া তাহার প্রতি ফিরিবে, ও ভিন্নজাতীয়দের তাবৎ গোষ্ঠী তাহার সাক্ষাতে ২৮ ভজনা করিবে। যেহেতুক রাজ্য পরমেশ্বরের অাছে, ২৯ ও তিনি ভিন্নজাতীয়দের মধ্যে কর্তৃত্ব করেন। অতএব পৃথিবীস্থ পুষ্ট লোকের ভোজন করিয়া তাহার ভজন করবে, এবং যাহারা ধূলীতে লীন হইতে উদ্যত ও অণপন ২ প্রাণ রক্ষা করণে অসমর্থ, তাহারণ র্তাহার ৩০ সাক্ষাতে इंप्रे পাতিৰে । এক ব^শ তাহার সেবা করিবে, ও সৰ্ব্বদা প্রভুর প্রজারূপে গণিত হইবে। ৩১ তাহার উপস্থিত হইয়ণ র্তাহার ধৰ্ম্ম প্রকাশ করিবে, এব^ ভাবি লোকদিগকে কহিবে, তিনি তাহ সিদ্ধ করিয়াছেন । D 2 27