পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ গীত ] দায়ুদের গীত। * -9 ৪ হার ধৰ্ম্মধামে কে অবস্থিতি করিবে ? যাহার পরিস্কৃত হস্ত ও নিমুল আন্তঃকরণ আছে ; ও যাহার মন মিথ্যাকথাতে রত নহে, ও যে জন মিথ্যা শপথ না করে ; ৫ এমত ব্যক্তি পরমেশ্বরহইতে আশীৰ্ব্বাদ ও আপনার শু ত্রাণকর্তা ঈশ্বরহইতে পূণ্য প্রাপ্ত হইবে। এই তাহার অন্বেষণকারি বণশ, এবং এই তোমার শ্ৰমুথের দর্শনাকাঞ্জি যাকুৰ। সেল। হে দ্বার সকল, মুক্ত হও ; হে চিরস্থায়ি কবাট সকল, উত্থিত হও ; মহামহিম রাজা প্রবেশ করিবেন। ৮ সেই মহামহিম রাজ কে ? যে পরমেশ্বর সর্বশক্তি৯ মান ও যুদ্ধেতে শূর ও পরাক্রমী, তিনি। হে দ্বার সকল, মুক্ত হও ; হে চিরস্থায় কৰাট সকল, উত্থিত ১০ হও ; মহামহিম রাজা প্রবেশ করিবেন। সেই মহামহিম রাজা কে ? সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরই সেই মহামহিম রাজা । সেলা । ২৫ গীত । ইব্রী ভাষার ককারাদি গীত ; তাহাতে দায়ুদের পাপের ক্ষম ও উপ কারার্থে প্রার্থনা করণ। দায়দের গীত। ১ হে পরমেশ্বর, অামি উদ্বদিগে তোমার প্রতি মন রাথি । ২ হে আমার ঈশ্বর, আমি তোমার শরণাগত ; আমাকে লজ্জিত হইতে দিও না, এবণ আমার শত্ৰুগণকে অা৩ মার প্রতি দপ করিতে দিও না। যে সকল লোক তোমার অপেক্ষা করে, তাহারা কখনো লজ্জা পাইবে না ; কিন্তু যাহারণ অকারণে প্রবঞ্চনা করে, তাহারাই ৪ লজ্জিত হইবে। হে পরমেশ্বর, তোমার তাবৎ পথ D 3 29